হে মোর স্নিগ্ধ শশী          সুদূর গগনে বসি !
    কাহাকে হেরিয়া তব হাসিছে বদন ?
কে তোমার এমন সখা     বলেই তরল সিখা !
    ধরনিতে তব প্রিয় আছে কি কখন ?
জগতের হিংসা রাশি     তাই বুঝি ওগো শশী !
    অকপটে তুমি তাকে বাসিয়াছ ভালো !
বিশ্বের শ্যামাধারে        আকাশের বুক চিরে !
    ঢালিয়াছ প্রান ভরে সুমধুর আলো !
যে দেখে তোমার মুখ      দুরে যায় তার দুখ !
    সুখের সাগরে সে ভাসিয়া বেড়ায় !
যে জন জনম দুখি     তোমাকে হেরিয়া সুখী !
    অচিরেই দুঃখ তার সুদূরে পালায় !
তোমার রুপের ছবি      অঙ্কিতে নারে কবি !
    ভূবন উজ্বালা কর জননী আমার !
হে মোর রূপসী বিধু       নহে তব রুপ শুধু !
    হিমাদ্রী সাদৃশ্য সম করুনা তোমার !
তোমার তুলনা ভবে    কারো সাথে নাহি হবে ?
    ওগো শশী এইটুকু আশি অতিশয় !
আমার ঘরের কোনে         গিরি মল্লিকা বনে !
    নিত্য আসিয়া যেন হেরি গো তোমায় ??
________________আব্দুস সাত্তার !
___________হিদিয়া,অভয়নগর,যশোর !