মন যে রে ভাই অন্ধকারে,
লুকিয়ে ফেরে অনাচারে।
অভিসারের শয্যা ফেলে,
আপন ফেলে অনাদরে।
বেয়াড়াপন মন যে বুঝি,
বুঝবে না সে নিজের রুচি।
হ্যাংলাপনা করছে যে তাই,
একি নিজের অভিরুচি।
ফেলছে গোলাপ শিউলি টগর,
নিজের পায়ে দলিত করে।
আপন চরণ ফেলছে ওরে,
নেশার ঘোরে শূন্য স্তরে।
সত্যটা যে নিজের মূলে,
বুঝল না সে মিথ্যা ভুলে।
বেয়াড়াপন মন যে খোঁজে,
নোংরা পাঁকে ভিন্ন কূলে।
পরিণামের কর্ম কাজে,
বিফল হোল সৃষ্টি রাজে।
বলব কি ভাই মনের স্বরূপ,
ঘেন্না ধরে তার উপরে।