শহরের একটা নদী চাই
শহরের বুক চিরে যাওয়া চাই
তার অববাহিকায় জমে ওঠে
মানুষের ভীড়,গড়ে ওঠে সভ্যতা
গ্রামের স্কুল পালানো ছেলে
একরাশ উন্নতির স্বপ্ন নিয়ে
শহরের পথে পাড়ি দেয় একদিন
আর একজন শিল্পপতি
বাজী রেখেছে বিনিয়োগ
শহর তাকেও টেনে নিয়েছে কাছে
শহরের অনেক আত্মীয়
কেউ মনমরা হয়ে নদীর তীরে
আড়চোখে চেয়ে দেখেছে
প্রেমিকার মুখ
প্রেমিক তখন জল ছিটিয়ে দিচ্ছিল
আর শহর হেসে উঠছে খিলখিলিয়ে


শহরের উষ্ণতম দিন এগিয়ে আসতে থাকে
নিয়মিত অনিয়মে শহরের শ্বাসকষ্ট হয়
অন্তরালে জেগে ওঠে তিতাসের স্বপ্ন
নাগরিক কৌতুহলে দাগ কাটে না উপত্যকা
অধিবাসীরা সব মধুমাসে গেছে


আসলে শহরের আরো একটা নদীর প্রয়োজন
একটা অনেক অনেক জলে পুষ্ট নদী.....


শহর থেকে ফেরা ২