সব কথার শুন্যতা ঘিরে ধরে
বুকের মধ্যে থাকে ধিকধিক
সব আগুন নিভবে কি


সেতুবন্ধে ঘেরাওর পরে
যখন পিপাসা পায় নিশ্চিন্তে
তখন শুধু থাকে সমুদ্রের তীর


সেই কথা বয়ে যায়
অনেক গভীর গভীরতর হয়ে
তারতম্য ঘটে যায় শেষ সীমা পেলে


তবু এই এলোমেলো থাকে
আসলে সময় সময়
প্রলেপ আর প্রলাপেরা মিলে মিশে থাকে


এই সেই শুন্যতা মরীচিকা ভরা….