উড়ন্ত পাখিদের ডাক শোনা যায়
ঘুমন্ত গ্রামের সীমানায় থাকে গাছপালা
একটি নদীর ঘ্রানে ভেসে যায় বিরহের তাপ
যে কবিতা লেখা হবে আজ উদ্বোধন তার


সাহসী বৃষ্টি নামে ভিজিয়ে দেবার ছলে
বিলম্বিত লয় জাগে হারমোনিয়ামে
সব সুর সব গানের কলিদের ভীড়
সব কিছু কেন যেন বেমানান লাগে


অনেক মিলিত উৎসবের আসর
অগণন গ্রামবাসী বেরিয়েছে পথে
হয়তো রথের দড়ি টানটান হলো
অঝোরে বৃষ্টি নামে তাদের ভিতর


সব কথা শেষ হলে ঘর ডুবে আসে
এখনো কেরোসিন আলো জ্বেলে কেউ
অপেক্ষা করে থাকে চাঁদের ভিতর
সব কথা অবশেষে বুঝি শেষ হয়….