তুমি ফিরে এসো উঠোনের কাছে
অজস্র আল্পনা এঁকে রেখেছি এখানে ওখানে
অবিকল যেমনটা তুমি ভালোবাসো
যেখানে সেখানে কোনো অগোছালো নেই
সব স্বপ্ন তোমার এঁকে রেখেছি দেওয়ালে


অনেক ভাবে কেঁদেছিলাম একদিন
শেষ মৌসুমী বায়ুতে ছিল তোমার নিশ্বাস
এখন যেই উপকূলে থেকো
ফিরে এসো বিজ্ঞাপন ছাড়াই
এখানে মরাই পেতে বসে আছি সম্বৎসর


অনুচ্চারে নাম ধরে ডাকি সর্বদাই
গেরস্থালি ঝগড়াগুলো এখন শিকেয়
এখনো জ্যোৎস্না রাত এলে থমকে দাঁড়াই
অচেনা নিশ্বাস নেমে আসে ঘাড়ের ওপর
এখনো তোমার চিহ্ন জেগে থাকে মশারির কোনে


তাই আজ ফিরে এসো উঠোনের কাছে…


তুমি ৪