আমি এক যুদ্ধবন্দী এই নগরের
আমার বিরুদ্ধমতে চলবার কথা এইবার
যেভাবে রোজ ঘুম ভেঙেছিল
এখন সেসব অতীতের খাতায় সীমাবদ্ধ
এবার একটা বিচারের প্রহসন


যে আবৃত্ত পদ্ধতিতে মন কষাকষি
আমাকে সহজলভ্য করে তোলে এরা
হুকুমের ছদ্মবেশে চরিতার্থ হয় সবকিছু
জানে না আমায় কেনা যাবে না কোনোদিন
তবু তারা সর্ববিধ চেষ্টা ঢেলে যায়


লুকানো গুহায় ওরা ফেলে রাখে দিনরাত
মুষিকের জীবন জঘন্যতর হয় একদিন
বেঁচে থাকার ইচ্ছে থাকে সন্দেহের তালিকায়
তখনো ইচ্ছে থাকে একফোঁটা জলের আশা
জানি তলিয়ে যাবার পরে ভাবনারা বৃথা


তবুও শেষ প্রাণের বিন্দু বিক্রি নেই আজও…