দিনের শেষে সব পাখিই নীড়ে ফিরতে চায় ৷
তবুও ডানায় লাগা এলোমেলো হাওয়ায়-
দূরে, বহু দূরে ভেসে যায়,
অার যখন সন্ধ্যা ঘনায়-
অনেকেই পথ যে হারায় ৷


কেউ পথ খুঁজে মরে হয়ে অসহায়-
কেউ গিয়ে ধরা দেয় সোনার খাঁচায়,
হিংস্র শ্বাপদে ধরে
কাউকে বা খায় ৷
কেউ নবনীড় গড়ে গভীর মায়ায় ৷


পুরানো নীড়ের টান, থাকে তবু অম্লান-
কোনওক্রমে হারানো পথ যদি খুঁজে পায়,
নিমেষে যায় যে ফিরে,
নূতন নীড়টি ছেড়ে-
অার নবমায়ানীড় তার নষ্টনীড় যে হয় , হায় !
                                                
                                             ( ১লা বৈশাখ, ১৪২২)