অাজও কোনো কোনো একলা রাতে,        
চাঁদ ওঠৈ তোর বাড়ির ছাদে ৷
অাজও কি কিছু বলিস তাকে ?
বন্ধ চোখে, জানালার ফাঁকে ৷
বোবা চোখ তোর পারিনা পড়তে -
না! তাসের ঘর অার হবেনা গড়তে ৷
শুধু ক্লান্ত বিকেলে, বেরঙ্ সাঁঝে,
জমলে ধূলো মনের মাঝে-
চাঁদের গায়ে করিস 'টাইপ' মনের কথা একবার ;
মনে পড়ে,বলেছিলি- চাঁদ অামাদের 'মেসেঞ্জার' !
অামি পড়ে নেব, অার তারপরে —
পড়ব অাছড়ে তোর বুকের পাঁজরে !
নোনাজলে দুটো চোখ ভিজে গেলে,শুধোব তোরে, 'কেমন অাছিস' ?
তারপর নয় ঠেলে দিস দূরে,  তারপরে খোঁজ নাই বা রাখিস !