সামনে এগোতে এগোতে
হঠাৎ মনে হলো
এই যে, পেছনে ফেলে এলাম; প্রায় আস্ত একটা জীবন
কেমন ছিল সেটা?


মন খারাপ হলো খুব
একটা ফরমায়েশি জীবন ছিল সেটা?!


পুরো জীবনে একটাও ফরমায়েশি
লেখা লিখিনি
ফরমায়েশি কথা বলিনি;
আচরন করিনি, এমনকি,
ফরমায়েশি ভাবনাও জায়গা পায়নি


অথচ কি অবলীলায়
ফর্মেট করা, মলাটবাধা, গুনে গুনে
পৃষ্ঠা সংখ্যার মধ্যেই জীবনের সাথে বসবাস করলাম!!


পেছনের দেখা দৃশ্যের ভয়ে
আর এগোতে পারি না
আগামীটাও কি ফরমায়েশি হবে???


মলাটবিহীন, ফরমায়েশবিহীন একটা জীবন
আমার খুব দরকার ছিল


জুন ৫, ২০২৩ দুপুর ২টা
মিরপুর-১৪, ঢাকা


"বাংলা কবিতা স্মারক"