৭৩৬
এমনটা কাটবে আর
কতোকাল?
পুড়ে পুড়ে খাটি হতে কিংবা
নিভে যেতে
আর কতোটা সময় অপেক্ষমান?


স্মৃতি ঘরে বসবাস করে
সময়ের অতীত
অথচ, ভোরের লালা আভা ডাকে
ভবিষ্যতের দিকে


টানাপোড়ন বাড়ে
সমাপ্তি অনেক ভালো, কারো
কারো জন্য, আমার জন্য তো বটেই


জুলাই ১৪, ২০২৩ রাত ৮টা
সারা রিসোর্ট, গাজীপুর


৭৩৭
বর্নিল সময় হঠাৎ করেই যেন
স্থির হয়ে গেলো;
আসলে ছিল না কখনোই
পুরোটাই দিগন্তের আভা


প্রশান্তির শ্বাস নিতে গিয়ে
দেখেছিলাম
ছন্দ আর সুরের ব্যবধান
টিউনিং করা হয়নি


সুন্দরের ঐ ভূমি
দূর থেকেই সুন্দর!!


জুলাই ১৪, ২০২৩ রাত ৮টা
সারা রিসোর্ট, গাজীপুর


৭৩৮
ইচ্ছের নিরাপদ মৃত্যু
আমার ভালো লাগে


মৃত্যু মানেই শোক বহন করে না
কিছু মৃত্যু বেঁচে থাকতেও সহায়তা করে


তিক্ত সম্পর্ক কিংবা অপুরনীয় ইচ্ছেগুলোর
নিরাপদ মৃত্যুই অধিক যুক্তিযুক্ত


জুলাই ১৪, ২০২৩ রাত ৮টা
সারা রিসোর্ট, গাজীপুর


৭৩৯
প্রাপ্তি রেখায়
ছোপ ছোপ কালো দাগ
যদিও তা সার্বজনীন
কারো জন্য ভীষন রকম অবমাননাকর!!


আলোকিত ভোরেও
মৃত্যুর অশুভ  গন্ধ থাকে
এক জীবনের কতোটা গন্ধ শোষিত হয়?


সব প্রশ্নের উত্তর থাকে না
লাশের সাথে প্রশ্নগুলোও কবরস্থ হয়
খুব নীরবে


জুলাই ১৪, ২০২৩ বিকেল ৪টা
সারা রিসোর্ট, গাজীপুর


৭৪০
নিদ্রাহীন রাতের দৈর্ঘ্য
কতোটা? কেউ কি তা জানে?


সময়ের পরিমাপক সবসময়
ঘন্টা, মিনিট, সেকেন্ড ধরে হয় না


আরো আরো, পরিমাপক থাকে


শেষ পর্যন্ত কতোগুলো পরিমাপক হয়?


একটা তো আমি নিজেই জানি


জুলাই ১৪, ২০২৩ বিকেল ৪টা
সারা রিসোর্ট, গাজীপুর