৭৪১
তুমি তো এমন করে হাসো না
যখন আমি কাছে থাকি
শাড়ি পড়েও এসো না
আমি কাছে থাকি বলে


তবুও তোমার হাসি থাকুক অটুট
প্রানবন্ত
আমি থাকি দূরে
ভার্চুয়াল জগতে, কাছাকাছি


জুলাই ১৫, ২০২৩ সকাল ৮টা
সারা রিসোর্ট, গাজীপুর


৭৪২
দৃষ্টি প্রতিবন্ধী মানুষ
তার প্রিয় মানুষকে কখনোই দেখতে পায় না
অনুভবে রাখে


আমিও আমার প্রিয় মানুষকে
রক্ত লাল শাড়িতে কখনোই দেখিনি
অনুভবে দেখি, প্রতিদিন


জুলাই ১৫, ২০২৩ সকাল ৮টা
সারা রিসোর্ট, গাজীপুর


৭৪৩
অথচ, গল্পটা আরো একটু
এগোতে পারতো
কিন্তু এগোয়নি, থেমে গেছে


গল্পটি "ছোট গল্প", হবার কারনে
অনেকেই বুঝবে না
এমনকি, গল্পের চরিত্ররাও না।
উপন্যাস হলে, সহজেই পড়ে যেতো


ছোট গল্পের কষ্টগুলো কেবল
লেখকই বোঝে
অন্যরা শুধু পড়ে, সঠিক মাত্রা বোঝে না


জুলাই ১৫, ২০২৩ বিকেল ৫টা
আরা রিসোর্ট, গাজীপুর


৭৪৪
ইনিয়ে বিনিয়ে
সত্যের সাথে মিথ্যের মিশ্রন সহজ
অথচ
মিথ্যের সাথে সত্যের মিশ্রন হয় না


দ্বিধাগ্রস্থ মানুষ কোনটা করবে
জানে না


দ্বিধাগ্রস্থ আর আশ্রয়হীন মানুষের
পার্থক্য কি?


জুলাই ১৬, ২০২৩ রাত ১১টা
সারা রিসোর্ট, গাজীপুর


৭৪৫
একটি দেয়ালে
কেউ লিখতে পারেনি দেয়ালিকা
অহমিকায় দাড়িয়েছিল
অমরত্ব নিয়ে


আমরা জানতে পারিনি
দেয়ালের মৌলিক উপাদান;
জানার সুযোগ নেই
পুরু আস্তরনে দেয়ালটি ঢেকে আছে


জুলাই ১৬, ২০২৩ রাত ১১টা
সারা রিসোর্ট, গাজীপুর