৭৫১
বলকানো দুধের মতো উথলে উঠে
মানুষের ধর্মভাব
প্রেমভাব
মানবতাভাব
দেশপ্রেমভাব


এমন, আরো কিছু ভাব আছে
মানুষের উন্মাদনার, অথচ
অনুভূতিপ্রবন হয়তো


সময়ের পরিক্রমায় মিলিয়ে যায়
বলকানো দুধের চুপষে যাওয়ার মতোই


জুলাই ২১, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা


৭৫২
ভালোবাসাও পরাজিত হয়
জীবনের সুর ও ছন্দের কাছে
ভুল মানুষের আচে


ভুল সময়, ভুল মানুষ
ভুলের ফানুস


ভালোবাসা আর কতোটা
লড়াই করতে জানে!?!?!?


জুলাই ২২, ২০২৩  দুপুর ১২টা
মিরপুর, ঢাকা


৭৫৩
জগতে কিছু জিনিস অস্পষ্ট, অদেখা, অজানা,
স্পর্শহীন থাকাই ভালো।


নিজ সীমানার বাইরে
কল্পনার দুয়ারে;
বসবাস, ভীষন ভালো লাগে


কল্পিত সময়, কল্পিত সম্পর্ক
যাপিত জীবন থেকে উত্তম
"যে জীবন হয়নি যাপন"


জুলাই ২২, ২০২৩  দুপুর ১২টা
মিরপুর, ঢাকা


৭৫৪
লুন্ঠনের এই দুপুরে
আমি শীতল হাওয়ার অপেক্ষায়
প্রহর গুনি, চিরতরে ঘুমাবো বলে


আমি বেঁচে আছি
নামহীন এক টুকরো ভবঘুরে মেঘ হয়ে


হাজারটা পথ
হারিয়ে যেতে দেখেছি নীরবে
আর পথ হারাতে চাই না


জুলাই ২৫, ২০২৩  রাত ১২টা
জামালপুর, ডাকবাংলো


৭৫৫
খুব সাহস নিয়ে প্রবেশ করেছিলাম
নকশা আঁকা, নীল আকাশের নীচে
অবশেষে বুঝলাম, দুর্দান্ত সাহসী ছিল কাজটা
শুধু সাহসে ভর করে
পথ প্রশস্ত করা যায় না


গাড়িটা পার্কিং করেছিলাম
নিরাপদ ভেবে
আরো একটু ভাবা উচিত ছিল
চলন্ত গাড়িটা কেমন অকেজো হয়ে পড়ে আছে
দীর্ঘদিন থেকে


জুলাই ২৫, ২০২৩  রাত ১২টা
জামালপুর, ডাকবাংলো