৭৬০
সময়কে ভাজ করা গেলে
ভালো হতো, ভাজে ভাজে
অনেক কিছু লুকিয়ে রাখা যেতো
নিমিষেই কদর্যতার নির্মম মৃত্যু হতো


বিমর্ষ অনুভবে
আত্মার সাথে কথোপকথন
সময়ের কান পেতে শোষন
আমাকে আরো বেশি ব্যাথিত করে


জুলাই ৩০, ২০২৩, সকাল ৮টা
রেল স্টেশন, ঢাকা


৭৬১
মনোযোগবিহীন অনেক দিন তো
পার হলো
এবার একটি মনোযোগী দিন চাই
দেবে?


টুকরো টুকরো সময়ের অনেকটাই
তো দিলে
এবার নিরবিচ্ছিন্ন, উপদ্রপবিহীন সময় চাই
দেবে?


আমি অপেক্ষায় রইলাম


জুলাই ৩০, ২০২৩, সকাল ৯টা
ট্রেন জার্নি, ঢাকা টু চুয়াডাংগা


৭৬২
আকাশে সাদা মেঘগুলো
দূরত্ত মেপে চলে
কালো মেঘেরা দলবেধে


ঘুমচোখে সজাগ প্রহরী
নির্ভয়ে জেগে থাকে
রাতের মেঘেদের কথোপকথন শোনে


একটি বার্তার অপেক্ষায় থাকি আমি
ব্যাথিত নাকি সম্ভাবনার?


জুলাই ৩০, ২০২৩, সকাল ৯টা
ট্রেন জার্নি, ঢাকা টু চুয়াডাংগা


৭৬৩
বড্ড বেশি অসময়ে হোচট খেয়ে ফেললাম আবার
হোচট খেতে খেতেই অসময়
এসছিলো


এগিয়ে যাবার কথা ছিল
অথচ পিছিয়ে এলাম


এগিয়ে যাবার কারনটা ছিলে তুমি
পিছিয়ে আসার কারনটা; তুমিই রইলে।


জুলাই ৩০, ২০২৩ রাত ১২টা
সার্কিট হাউস, চুয়াডাংগা


৭৬৪
চিন্তার ভাজ খুলে দিলেই
বেরিয়ে আসে, পুরনো কথা;
সমসাময়িক বিষয় হলে
ভালো হতো; মুক্তি পেতাম


মাঝে মাঝেই বিচুর্ণ হয়ে যায়
কল্পনার আয়না
আশ্রয় খুজতে চাই নুতনের কাছে
ফিরে আসি খোলা হাতে


জুলাই ৩০, ২০২৩ রাত ১২টা
সার্কিট হাউস, চুয়াডাংগা