কেউ কাউকে বোঝে না
সবাই নিজেকে বোঝে;
আমি নিজেকেও বুঝি না


তা না হলে'
কেন অপেক্ষা করি?
কেনই বা ভুল করি?
আর কেনই বা, মোহগ্রস্থ হই?


সময়কে কেন অহেতুক বিব্রত করি
কেন, স্মৃতিকে আগলে রাখি?
ব্যস্ত মানুষের সময় অপচয় করি; কেন


হারিয়ে ফেলার আতংক কেন তবে
এতো কেন এর জন্ম হয় কেন??!!


অন্যকে বোঝার চেষ্টা বৃথা
মানুষকে ঈশ্বরও বোঝেনি


নিজেকে বোঝার চেষ্টা করা যেতে পারে
এক জীবনে হয়তো সম্ভব


আগষ্ট ৮, ২০২৩ রাত ৮টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা