৭৬৭
চলে যাওয়া, কিংবা
ফিরে আসা
কিচ্ছু আসে যায় না তোমার


থেকে যাওয়া কিংবা
চিরস্থায়ী বিদায়, তাতেও
কোন লাভ ক্ষতি নেই


ক্লান্ত জীবনে অভিমানি পথচলা
নির্বিকার সময়ের উত্থান
জাবরকাটা দিন উদযাপন


অথচ একটি অলিখিত, অনুচ্চারিত
প্রতিশ্রুতি ছিলো!!!


অগাষ্ট ৩, ২০২৩ সকাল ৯টা
মিরপুর, ঢাকা


৭৬৮
মানুষের জন্ম এবং মৃত্যু
দুটোর কৃতিত্ব যদি ঈশ্বরের হয়;
দায়ভারও তারই, তাকেই নিতে হবে


সব জন্ম মহান হয় না
কিছু জন্ম দায়ভার তৈরী করে
নিজের কাছেই


জন্মের দায়ভার হয়তো শোধ হয়
মৃত্যু দিয়ে
মৃত্যুর দায়ভার শোধ হবে কিভাবে?
কে নেবে জীবন্ত লাশের দায়ভার?


আগষ্ট ১৮, ২০২৩, সকাল ১১টা
মিরপুর, ঢাকা


৭৬৯
আবেগ ঝরে ঝরে পড়ে লেখায়
অথচ, সব সময়ই আবেগহীন দেখায়


দিন কাটে কঠোর মুখোচ্ছবির ছায়াতে
রাত আসে কষ্ট পোহাতে


আদরে আদরে, এখানে ওখানে
দিন শেষে, আসলে কেউ নেই সেখানে


কেউ তো থাকে, এসবের আড়ালে
জানা হয় না কিছুই, সঠিকভাবে না তাকালে


আগষ্ট ১৮, ২০২৩, সকাল ৭টা
মিরপুর, ঢাকা


৭৭০
ভালো মন্দের সীমানা নেই
সত্য মিথ্যের ব্যবধান কুয়াশাচ্ছন্ন
ধোয়ার বাইরে কেউ তো আছে!


কুয়াশার ভেতর আবছা আলোয়
কিছু তো দেখি
হউক না তা অধরা


তবুও থাকুক অন্তরে
দৃষ্টিসীমার বাইরে


আগষ্ট ৯, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৭৭১
আমার পৃথিবী খুব ছোট
আমি এখানেই আমাকে চেয়েছিলাম
ভালো ছিলাম


সমগ্র পৃথিবীতে
আমি সম্মানিত হতে চাইনি
আমার ক্ষুদ্র এই পৃথিবীতেই
আমি অসম্মানিত


চরমভাবে অবহেলিত


আমার পৃথিবীকে এখন আরো
ক্ষুদ্র করে নিয়েছি
ক্ষুদ্রতায় বেচে থাকার চেষ্টা করছি


অগাষ্ট ৪, ২০২৩ বিকেল ৫টা
মিরপুর, ঢাকা


৭৭২
প্রত্যেক সত্যের উল্টোপিঠে কিন্ত অসত্য থাকে না,
ভিন্ন কোন সত্যও থাকে।


শুধু সত্য মিথ্যে
বাছাই করতে পারাটাই যথেষ্ট না,
একাধিক সত্য থেকে বাছাই করন দক্ষতাও জরুরী।


জুলাই ২৮, ২০২৩
মিরপুর, ঢাকা