কথাগুলো ভিজিয়ে দেয়
কথাগুলোই উল্লসিত করে

কথাগুলো দূরত্ব তৈরী করে
কথাগুলোই অপেক্ষায় রাখে

কথারা আপন করে জড়িয়ে ধরে
কথারাই  নি:স্ব করে

কথারা ভালোবাসা তৈরী করে
কথারাই বিচ্ছেদ ঘটায়

কথাগুলো পরম বন্ধু
কথাগুলোই চির শত্রু

কথাগুলোকে বুঝি না
কথাগুলোই বাচিয়ে রাখে

কথারা কাছে টানে
কথারাই দূরে ঠেলে দেয়

কথারা শাষন করে
কথারাই শোষন করে

কথাহীন কথাগুলো আমার চিরচেনা
কথাহীন কথাগুলোই আমার প্রেম

আগষ্ট ২৩, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা