৭৮৬
গন্তব্যটা প্রত্যাশিত ছিল,
ভীষন রকম সুন্দর হতো;
পথটা ভয়ংকর কঠিন হয়ে উঠলো, অথচ
আরো একটু মসৃন হতে পারতো


কখনো কখনো মাঝ পথেই ফিরতে হয়


পথের শেষটা হয়তো আমার জন্য ভালো নয়


সেপ্টেম্বর ৫, ২০২৩ বিকেল ৫টা
মিরপুর, ঢাকা


৭৮৭
একটি বোকা বিষাদের সাথে
আমার মাঝে মাঝেই কথা হয়
প্রায় প্রতিদিনই বলা যায়


বিষাদটা বাক প্রতিবন্ধী হতে পারে
কোন কথাই স্পষ্ট করে বলতে পারে না
পুরো লাইন শেষ হয় না


কেবল কয়েকটি শব্দই
বার বার উচ্চারন করে
“তুমি”,”অপেক্ষা”, “ভুল”, “অভিমান”,
“অভিযোগ”, “প্রতিশোধ”, “ফিরে আসা”…
এরকম আরো কিছু শব্দ


শব্দগুলে নিজেরা নিজেদের পাশে বসে
একটা গল্প তৈরি করে
কোন একদিন, সেই গল্পটা লিখবো
ভাবছি


সেপ্টেম্বর ৭, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা


৭৮৮
চায়ের আড্ডায়, বই মেলায়
গল্পে;
ফেসবুকের পোষ্টে
কবিতায়, গদ্যে, গল্পে
আলোচনায়, সমালোচনায়, অবহেলায়, যত্নে


কতভাবেই না চেনা হলো,
জানা হলো; তোমায়


অথচ, মনে হয়
তুমি একটা
"এবং", কখনো মনে হয় " সুতরাং"
কখনো বা "ইত্যাদি", কখনো বা " যথা"
শেষবার মনে হয়েছে, "যেমন"


মানুষের জানার অনেক সীমাবদ্ধতা!!


সেপ্টেম্বর ৮, ২০২৩ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা


৭৮৯
চিৎকার থামে না, চিৎকারের আওয়াজ বন্ধ হয়
শব্দ শেষ হয় না, শব্দের স্পষ্টতা কমে


আমি সারাদিন ঘুরিফিরি
এখানে, ওখানে
কোন আওয়াজ নেই, শব্দ নেই


ভেতরে লুকানো শব্দ
বাইরে বের হয় না, লুকিয়ে থাকে
ভয়ে, অপমানে, ঘৃনায়, লজ্জায়


সেপ্টবর ৮, ২০২৩ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা


৭৯০
রাষ্ট্র অনুমোদন দিয়েছে
একাকীত্বের এই শহরকে


সমস্ত প্রেমিকারা  ফিরে গেছে
তাদের স্বামীদের কাছে


ঈশ্বরের অনুমোদনকে উপেক্ষা করার
সাহস নেই আমার


আমি কে
অন্তর্গত নিস্তব্ধতাকে উপহাস করার??


দাসত্বের বধির নি:সীম উওরণের পথে
এগিয়ে যাই তবে


সেপ্টেম্বর ৮, ২০২৩ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা