৮০৬
অপ্রতিষ্ঠিত, আতঙ্কিত এবং অসন্তুষ্ট
মনকে জিজ্ঞেস করেছিলাম
পৃথিবী ছেড়ে যাবার সময় কি কি
নিয়ে যেতে চাও???


একটি বিশুদ্ধ আত্মা
একটি নির্মোহ শরীর এবং
একটি স্বচ্ছ দৃষ্টি


তার জন্য, কি কি করছো এখন?


কোন উত্তর নেই


সেপ্টেম্বর ১২, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা


৮০৭
আমার একাকীত্বকে আরো
গাঢ় করে দেয়
অহেতুক কিছু পিছুটান এবং
ভালোবাসা নামক মরনাস্ত্র


অস্তিত্বহীন এক কাল্পনিক
অস্তিত্ব; আমার একাকীত্বকে
আরো গাঢ় করে দেয়
আমি হতাশায় ডুব দেই; অথচ ডুবে মরতে পারি না


সেপ্টেম্বর ১২, ২০২৩ সন্ধ্যে ৬টা
মিরপুর, ঢাকা


৮০৮
উদ্বাস্তু, অভিমানী এবং আহত
এক জীবন
প্রতিদিন ঘরে ফেরে কাঙ্গাল হয়ে
অণুতে অণুতে ক্ষরণ নিয়ে


বিস্বাদ লাগে মোহনীয় চাঁদের আলো
রাতের আদিম পরশ


জীবনের নিজেরও একটা পলিটিক্স আছে
অথচ আমি জানি না


সেপ্টেম্বর ১২, ২০২৩ সকাল ১১টা
মিরপুর, ঢাকা


৮০৯
দ্বিখণ্ডিত নদীর মতোই
আমার জীবন; মাঝখানে চর বাঁচিয়ে রেখে
দ্বিখণ্ডিত হয়েছে;
একপাশে মরা নদী, অন্যপাশে উত্তাল ঢেউ


মগজের নিউরন
হৃদপিন্ডের মতো ধপধপ করে না
চরের মতো নিশ্চল পড়ে থাকে;
আমি তখন অন্তর্গত নিঃসঙ্গতা অনুভব করি


সেপ্টেম্বর ১২, ২০২৩ সন্ধ্যে ৬টা
মিরপুর, ঢাকা


৮১০
কেউ কেউ বিবেকের কামড়
থেকে নিস্তার পেয়ে যায়;
তারা, ঈশ্বরের অনুমোদনহীন শহরেও
সুখী থাকতে পারে


অথচ
অনুমোদিত শহরেও একাকীত্বে থাকি আমি
পিপড়ের কামড়
বড্ড বেশি জ্বালাতন করে!!!


সেপ্টেম্বর ১২, ২০২৩ সন্ধ্যে ৬টা
মিরপুর, ঢাকা