৮২১
গাড়ীটা পার্কিং করা ছিল
জীবন রেখা বরাবর
খুব সাহস নিয়ে অজানা গন্তব্যে যাত্রা শুরু করেছিলাম


ইদানিং আর ড্রাইভ করতে পারছি না
নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে
বিশ্বাসে ভরপুর উদ্দেশ্যের যন্ত্রটা অকেজো হয়ছে


হয়তো এবার থেমে যেতে হবে


সেপ্টেম্বর ১৬, ২০২৩ বিকেল ৫টা
মিরপুর, ঢাকা


৮২২
বিচ্ছেদ না হলেও, আদতে
হয়েছে বিচ্ছেদ


বড্ড অহমিকায় শুরু হয়েছিলো
সম্পর্কের দেয়াল
ভীত শক্ত না হলে, চাকচিক্যের দেয়াল
ধবসে পড়বেই


পথটা সরু হতে হতে
আগাছায়  মিশে যাবেই


সেপ্টেম্বর ১৬, ২০২৩ বিকেল ৫টা
মিরপুর, ঢাকা


৮২৩
বহুবার কাটাতারের বেড়া
ডিঙিয়ে এসেছি নির্ভয়ে, অদম্য সাহসে


নিয়তির এক বিদঘুটে নিঃশ্বাসে
সঞ্চিত শক্তি ফুরিয়ে গেছে;
ছিন্নভিন্ন হয়েছে মনের গতি
সন্দেহের বীজ বোনা ঝড়ের কবলে


ফিরতে হলো
বিজয়ের দ্বারপ্রান্তে এসে
সাদামাটা নিজেকে লুকিয়ে এক কোণে


সেপ্টেম্বর ১৬, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা


৮২৪
কি একটা বিভেদ
আমায় তাড়িয়ে বেড়ায়
সাবাড় করে দেয়, সঞ্চিত শক্তি
ঝাঁকুনি দেয় সারাক্ষন


অমীমাংসিত প্রশ্নের ভেতরই
উত্তর খুঁজি
খুচিয়ে খুচিয়ে রক্তাক্ত করি নিজেকে
রক্ত কণিকার ভেতর হয়তো উত্তর পাওয়া যাবে


ইতোমধ্যে শকুন
খেয়ে নিয়েছে অর্ধেক শরীর
বাকীটা ফেলে রেখেছে মৃত্যু দূতের জন্য


সেপ্টেম্বর ১৬, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা


৮২৫
অনেক দিন থেকেই
একটি ছিন্ন হাত মাটিয়ে পড়ে আছে
যেন বা ঘুমিয়ে আছে মরা নদীর মতোই


সুহৃদ, প্রেমিকা, আত্মীয় অনাত্মীয়
সবাই দেখে,
অথচ বিষ্ময়বোধ করে না


একমাত্র ঈশ্বরের কৃপায়
এখনো পচন ধরেনি ছিন্ন হাতটিতে


সেপ্টেম্বর ১৬, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা


৮২৬
কারো কোন প্রশ্ন নেই?


কেই কেউ প্রশ্ন করা ছেড়ে দিয়েছে
আত্মসমর্পন করেছে
কেউ বা প্রশ্ন করা অবান্তর মনে করে
অপ্রাসঙ্গিক


অথচ, প্রশ্নের পাহাড়ের নীচে
চাপা পড়ে আছি আমি,
অনেক দিন থেকেই
একটা প্রশ্নের উত্তর পেলেই হবে
বাকীগুলো অনুমান করে
নিতে পারবো


সেপ্টেম্বর ১৬, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৮২৭
নিঃশব্দের অন্তর থেকে
আতংকের ঘ্রান আসে ক্ষনে ক্ষনে


অপ্রস্তুত ভবিষ্যতটা কেঁপে ওঠে
সাজানো অতীতটা হানা দেয়
বর্তমানের ঘরে


আনুমানিক এক আউন্স শিশি ভর্তি জল
প্রস্তুত রয়েছে
হয়তো কাজে লাগবে কোন একদিন


সেপ্টেম্বর ১৬, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৮২৮
নিজের মধ্যেই নিজের বসবাস
অথচ, খুঁজতে থাকি
অন্যের ভেতর
অন্যের কৃপায়
অন্যের সাথে সংযুক্তি রেখে


ভীষন অন্যায় করা হয়
নিজের উপর


নিজেকে অতিক্রম করে
কোন পথ থাকে না


অনতিক্রম্য পথটুকু আদতে নিজেরই ভেতর


সেপ্টেম্বর ১৬, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৮২৯
বেলুন ফুলিয়ে উড়তে ইচ্ছে করে
ভীষন
দম নেই বলে, বেলুন ফোলাতে পারছি না
অথচ, বেলুনের মজুদ রয়েছে


পর্যাপ্ত থাকা মানেই পূর্ণতা নয়


অনেক থাকা মানেও পর্যাপ্ত নয়


নোনতা বিস্কুট, ক্রিম বিস্কুটে ভরপুর
চা, কফির বোয়াম এখনো পূর্নই রয়েছে


সেপ্টেম্বর ১৬, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৮৩০
সুগভীর মগ্নতা
প্রশান্তির ছায়া দেয়
শোকরিয়া শিকার করে নেয়
প্রত্যয়কে, এমনকি নিজের ছায়াকেও


আমার হাড় সব
ইক্ষুর মতোই চেটে খেয়েছে পিপড়ের দল
মগজের ভেতর তীব্র ব্যাথা


চিকিৎসা বিদ্যা আদতে আমার কোন
উপকারই করতে পারে না


সেপ্টেম্বর ১৬, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা