৮৪৬
এই যে তুমি আছো
চারপাশে ঘুরে বেড়াচ্ছো, চোখের
সামনেই দেখতে পাচ্ছি


আসলে তো, নেই;
পুরোটাই কি ইলিউসন?


চিমটি কেটেও
তোমার অস্তিত্ব টের পাচ্ছি
কিন্তু; তারপরও নেই


“নেই এবং আছো” এর দ্বন্দ্বের মধ্যেই জীবন কেটে গেলো!!


সেপ্টেম্বর ২১, ২০২৩ সন্ধ্যে ৬টা
মিরপুর, ঢাকা


৮৪৭
আমি বার বার পিছিয়ে আসি
শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে


আমি এগিয়ে থেকেও থমকে দাঁড়াই
রক্তাক্ত হবার আশংকা থেকে


আমি অপেক্ষা করি
পুনঃর্বার ভেবে ফিরে আসার সুযোগ দিয়ে


আমি মিশে থাকি
অনুশোচনার পথ তৈরির জন্য


আমি নিশ্চুপ থাকি
কথার হিংস্রতাকে স্তব্দ করার জন্য


আমি চেষ্টা করি অবিরত
তবু পরাজিতই হয়ে থাকি বার বার
অবশেষে হেরেই যাই


সেপ্টেম্বর ২১, ২০২৩ সন্ধ্যে ৬টা
মিরপুর, ঢাকা


৮৪৮
অপার্থিব ভাষা, রাত্রীদের গল্প
আমার বেশ ভালো লাগে


ঝরাপাতার টুপটাপ শব্দ
আমাকে প্রশান্তি দেয়


একাকী মধ্যরাতের সাথে
আমার কফি আর আড্ডা বেশ জমে উঠে
প্রতিদিন


সেপ্টেম্বর ২১, ২০২৩ সকাল  ৭টা
মিরপুর, ঢাকা


৮৪৯
আমার রোজ “প্রতিদিন” আসে
নিয়ম রক্ষার্থে
আবার হারিয়ে যায়, নিয়মের জাল বুনে


আমি প্রতিদিন অভিন্ন আকাশ দেখি
ছাদের মতো একঘেয়ে লাগে


শুধু কথাগুলো আলাদা হয়
নিজের সাথে
কিচ্ছু মনে রাখি না, সব ভুলে যাই


শুধু তোমাকে ভুলতে পারি না


সেপ্টেম্বর ২১, ২০২৩ সকাল  ৭টা
মিরপুর, ঢাকা


৮৫০
মিথ্যে বানোয়াট এক সন্দেহের
অজুহাতে
ভোরগুলো ওমহীন হয়ে গেছে


নোনা জলে ভেসে গেছে
তিল তিল করে গড়ে ওঠা
জমাট স্বপ্নেরা


জীবন নিজেকে
শূন্যের কাছে ফিরিয়ে দিয়েছে
অথচ আমি, অযথাই অপেক্ষা থাকি


সেপ্টেম্বর ২১, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


৮৫১
নিজের সাথে নিত্য
ছলচাতুরী, সুখী হবার মিথ্যে
বাহানা
মেকী হাসি আয়নায় ঝুলিয়ে রাখা


মাঝে মাঝে বেরিয়ে যায়
লুকিয়ে রাখা শত ক্ষত
দহনের চিনহ


গায়ের জোরে জীবনের অংক
মেলানো যায় না


জীবনের অংকের হিসেবে
অমীমাংসিতই রইলো


সেপ্টেম্বর ২১, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা


৮৫২
তোমার অর্থপুর্ণ নীরবতা
আমায় আকর্ষন করে


তোমার বিষন্নতার ভাবনাগুলো
আমায় ভাবিয়ে তোলে


তোমার অনিচ্ছের ইচ্ছুগুলো
আমায় কর্মচঞ্চল করে তোলে


অথচ তুমি
দূরত্বের সীমানায় দেয়ালের ওপারে থাকো


সেপ্টেম্বর ২১, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা


৮৫৩
ইচ্ছেগুলো
প্রার্থনার ভাষার মতো, ইথারে ভাসে


আকাঙ্ক্ষাগুলো
শৈল্পিক নকশাকৃত, আলমীরাতে সাজিয়ে রাখার মতো


অধোরা তুমি
বুকের ভেতরে লুকিয়ে রাখার জন্য


আমি একজন পাহাড়াদার মাত্র


সেপ্টেম্বর ২১, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা


৮৫৪
আজকাল অন্ধকারও ক্লান্তিতে
আরো গাঢ় হয়;
চাঁদেরও ঘুমের সময়ে
বাঁকা হয়েই ঘুমোতে হয়।


আবেগী মনে
নোনা জলের ঐক্যতান;
ভারাক্রান্ত মনে
অহেতুক মসৃন পথের হাতছানি…


শুধু অচেনা ভোরে কষ্টগুলো
ঝাকিয়ে বসে বুকে


সেপ্টেম্বর ২১, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা


৮৫৫
একদিন সত্যিই
আমি পালিয়ে যাবো;
ঈশ্বরের সাথে অভিমান করে
তার কাছেই ফিরে যাবো।


ঈশ্বর অভিযোগ শোনে
অভিমান বোঝে;
তুমি কিছুই বুঝলে নাহ!!


সেপ্টেম্বর ২১, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা