৮৬৬
বলি না কিছুই


কা-উ-কে কিছু বলি না
ঈশ্বরকে বলি না, মানুষকেও না


শুধু নিজেকে বলি


দুপুর যখন ন্যাংটো হয়
তখন বলি
বিকেলটা অলস হলেও বলি


শুধু মধ্যরাতে মাফ করে দিই
কিচ্ছু বলি না


সেপ্টেম্বর ২৪, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


৮৬৭
আঙুলের গোড়ায়
কতোটা কম্পন খেলা করে
কেউ অনুভব করে না
উত্তাপের কথা কেউ জানে না
স্পর্শ তো করেই না


আমার একটা অন্ধকার আছে
ভয়ে পালিয়ে যায় অনেকেই;
তুমিও পালালে??


অথচ অন্ধকারের শেষ সীমানায়
আলো থাকে;
অন্ধকারের মাঝেও আলো থাকে
বুঝতে চাইলে না তুমি!!


সেপ্টেম্বর ২৪, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


৮৬৮
ফিরে আসার কথা ছিল
অথচ আসা হলো না
আ-র হবে না ফেরা


কেন; হলো না ফেরা?
পেছনেরও পেছন আছে
কারনেরও কারন থাকে


সেটা তুমি যেমন জানো
আমিও জানি


কারনের পেছনে
কোন সত্য কিংবা মিথ্যা
কোনটাই নেই


আছে কেবল, একটি অভিযোগ আর
একটি অভিমান


সেপ্টেম্বর ২৫, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


৮৬৯
অনেক যত্ন করে
একটি ক্ষমা রেখে দিয়েছি বুক পকেটে


অনেক কষ্টে
তোমার অভিযোগ মিথ্যে প্রমানের দলিল
যোগাড় করেছি


দ্বিতীয়টির কাজ হলে
প্রথমটিও কাজে লাগতো হয়তো


তুমি ফিরে এলে
দুটোই গচ্ছিত রাখবঃ
মুক্তির আনন্দে, জীবনের কাছে ফিরে যাবো


সেপ্টেম্বর ২৫, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা


৮৭০
ভুলের থাকার চেষ্টা
করছি খুব!!


একদিন আমিও ভুলে যাবো সব
ভুলে যাবো, আমিও ছিলাম এখানে


হাত ধরে হেঁটে যাওয়া যুগল
তখনো হাটবে
ভুলে যাবে সবাই, আমি আর তুমিও ছিলাম
এখানে এবং
ওখানে


সেপ্টেম্বর ২৫, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা


৮৭১
অসমাপ্ত গল্পটা
ভীষন ভারী লাগছে


গল্পের ভেতর
প্রশ্নজাল, অভিযোগের ইচ্ছমাফিক দলিল;
অভিমানের নিক্তিতে ঝুলে থাকা
দৃশ্যকল্প


অথচ, গল্পটা
প্রশান্তি বাড়ির গল্প হতে পারতো;
হালকা তুলোর পরশে জীবনকে
জড়িয়ে রাখতে পারতো!!


সেপ্টেম্বর ২৫, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


৮৭২
সূর্য্যের তাপে ঝলসে গিয়েও
চাঁদের আলোয় প্রশান্তি পাওয়া যায়


নদীর প্রতি বিশ্বাস হারালেও
সমুদ্রের কাছে আশ্রয় পাওয়া যায়


অভিযোগের তরবারীতে কাটা পরেও
আত্মসমর্পনের সুযোগ পাওয়া যায়


মানুষের প্রতি বিশ্বাস হারালে
আর কিছু থাকে না;
পুড়ে সব ছাই হয়ে যায়।


সেপ্টেম্বর ২৫, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৮৭৩
আড়ালবিদ্যায়
ইচ্ছে করে পার্দর্শী হতে চায় না; কোন দম্পতি
অথচ কোন প্রকার
চেষ্টা ছাড়াই দক্ষ হয়ে ওঠে
ঘটা করে, জানান দিয়ে
সবাই ভালো মানুষ হতে চায়
ইনিয়ে বিনিয়ে চেষ্টা করে; কসরত প্রদর্শন করতে থাকে
অথচ, বিনা চেষ্টায় কেমন পিশাচ হয়ে যায়


অন্যেরা ভালো থাকলে
সুখে থাকলে
মুখে যাই বলুক, ভেতরে জ্বলতে থাকে;
অন্যের কষ্টে থাকাটা
কারো কারো জন্য উত্তম বিনোদন


সেপ্টেম্বর ২৫, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা


৮৭৪
অবদমনের খোলা প্রান্তরে
আমার বসবাস


প্রতিনিয়ত
দমনে, পীড়নে, অবদমনে, কেটে যায়
বিকেলগুলো


মধ্যরাত অবধি অবদমনের
সাথে চলে বোঝাপড়া;
স’মিলের করাতটাকে ভীষন ভয় লাগে
যেতে কাটে, আসতেও কাটে


সেপ্টেম্বর ২৫, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৮৭৫
তোমার সাথে কথা বললে
আমার কেবলই মনে হতে থাকে
ঈশ্বরকে বোঝা অনেক কঠিন


তোমার কাছে
আসলে; মনে হয়
ঈশ্বরকে বোঝাও অনেক সহজ


আমি খোলা আকাশের দিকে তাকিয়ে থাকি!!!


সেপ্টেম্বর ২৫, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা