৮৯১
পাপের সরঞ্জাম দিয়ে সাজানো দেহ


পাপের অনু পরমানুর সম্মেলনে
গঠিত ইচ্ছের আকাশ


অথচ, পাপের ভয় দেখানো হয়


সকল সরঞ্জাম
সরিয়ে নেয়া হউক
নুতবা, পাপের সংজ্ঞা পরিবর্তন করা হউক


সেপ্টেম্বর ২৮, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা


৮৯২
মৌনতার বরফেও
আগুন জ্বালাতে চেয়েছি অনেকবার


মানুষের আহার যেমন অনিবার্য
অনেকটা তেমন প্রয়োজন থেকেই


মৌনতার সুর ও ছন্দ
তবুও মধুর লাগে, বলা যায় বিরক্তিকর মধুরতা


সেপ্টেম্বর ২৮, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা


৮৯৩
বেদনা বোতাম আটকে রাখি
সব সময়, সারাদিন;
মধ্যরাতে খুলে দেই, বাতাসের শরীরে
উড়িয়ে বিষন্নতাকে বিদায় জানাই


বিষাদকাতর চোখ
কাক ডাকা ভোর থেকে সন্ধ্যে অবধি
নিষ্প্রান থাকে;
রাতের পুলসিরাত পারাপারের আরো অপেক্ষায়


বিষাদ একটি নেশা, একটি আসক্তি!!


সেপ্টেম্বর ২৯, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


৮৯৪
ইতিহাস সব সময় চলমান
অথচ
ব্যক্তি মানুষের ইতিহাস থেমে যায়


থেমে যাওয়ার ব্যাপারটা
সব সময়ই মৃত্যুর পরই ঘটবে
এমনটা নাও হতে পারে;
বেঁচে থেকেও কারো কারো নিঃশ্বাস থেমে যায়


ইতিহাসের জানালা সব সময়ই
খোলা থাকে
কিন্তু সবার জন্য সেটা সত্য, নাও হতে পারে


সেপ্টেম্বর ২৯, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


৮৯৫
উপাসনার জন্ম সব সময়
ভয় কিংবা লোভ থেকে নাও হতে পারে


আত্মসমর্পন থেকেও
উপাসনা অনুভুতির জন্ম হতে পারে


ভয়, লোভ এবং আত্মসমর্পনের
ট্রায়েনগুলেশন; একটা চিরন্তন রহস্য


মানুষ আর কতটুকু জানে
কতটুকুই বা জ্ঞান রাখে!!!


সেপ্টেম্বর ২৯, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


৮৯৬
আমি আমার মৃতদেহ
সাজিয়ে তুলছি প্রতিনিয়ত


ক্ষুদ্র আশা নিয়ে বাঁচিয়ে রেখেছি
যা কিছু পাই হারায়ে যায় প্রতিদিন


ঘুমের মধ্য দিয়েই
মৃত্যুর মহড়া দেই আমি


অপেক্ষায় আছি, মহড়ার দিন শেষ হবে একদিন
সেপ্টেম্বর ২৯, ২০২৩ বিকেল ৫টা
মিরপুর, ঢাকা


৮৯৭
একটি দীর্ঘ, ভয়ঙ্কর এবং আয়েশী
রাত ক্রমাগত এগিয়ে আসছে


আমি সংক্রমিত হচ্ছি প্রতিদিন;
স্পর্শকাতর দিনগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে
আত্মার মসৃনতা


উদযাপনের মাত্রা কমে গেছে
অনেক আগেই
উপভোগের প্রশ্নটাই অবান্তর


শব্দ আর কলমের সাথে বেঁচে থাকার
অপচেষ্টা হয়তো!!


সেপ্টেম্বর ২৯, ২০২৩ বিকেল ৫টা
মিরপুর, ঢাকা


৮৯৮
বস্তিবাসীর পাশ দিয়ে
গাড়িতে বসে কেউ একজন ভাবছে
আহারে!! পালিত কুকুরটি এখনো না খেয়ে আছে!!


ভাবনায় খেদ পড়ে
অহ!! ভুখা নাঙ্গা এই বস্তির জন্যই
রাস্তায় এতো জ্যাম


মানবাধিকার কর্মীরা চাঁদা তুলছে
প্রানী অধিকারবাদীর সংখ্যা বাড়ছে


সেপ্টেম্বর ২৯, ২০২৩ সকাল ১০টা
মিরপুর, ঢাকা


৮৯৯
আমি আরো গভীরে
আরও গভীরে আমবাগানে প্রবেশ করতে চেয়েছিলাম


নাড়িছেঁড়া টান, বাবরী মসজিদ
বাউল গানের আসর, বৈরাগ্য সাধনা
কোন কিছুই বাধা থাকবে না


কেবল মানুষের মনোরঞ্জনের বাসনাই
আম বাগানের সার্থকতা


মানুষের সার্থকতা তবে কোথায়??!!


সেপ্টেম্বর ২৯, ২০২৩ সকাল ১০টা
মিরপুর, ঢাকা


৯০০
অতঃপর সমস্ত জীবন
যন্ত্রনাদগ্ধ
ফাঁসির কাষ্ঠে লটকে আছে এক ফালি চাঁদ
গল্পটা অনুগল্প হয়েই শেষ হলো তবে


কবিতার শরীর ঝাপটে ধরে
ভুলে থাকার সংগ্রামে অনুপ্রেরণা দেয়


নিস্পাপ ইন্দ্রিয়গুলো ছটফট করে
সমাধানহীন সময়ের কাছে করুন ভিক্ষা করে


নিস্প্রান থেকে ঘুমিয়ে পড়ে নিজ দায়িত্বে


সেপ্টেম্বর ২৯, ২০২৩ বিকেল ৫টা
মিরপুর, ঢাকা