রাজনীতিবিদগন
কবিতার আসরে এলে
বদলে যেতো ইসরাইল, ফিলিস্তিনের মানচিত্র
বেচে থাকতে পারতো শিশুরা;
কুটনৈতিক সভার
খরচের অপচয় রোধ হতো
ক্ষুধার্ত মানুষগুলো শান্তিতে ঘুমাতো


রাজনীতিবিদগন
কবিতার আসরে এলে
ভিখেরী মানবতা জেগে উঠতো
একজন মাদার তেরেসা'র কষ্ট লাঘব হতো
নেলসন মেন্ডেলা ঈশ্বরের সাথে
বসে হেসে উঠতো


রাজনীতিবিদগন
কাব্যগ্রন্থ প্রকাশে উদ্দ্যোগী হলে
মরনাস্ত্র কেনার বাজেট কম হতো
দারিদ্র্য সীমা রেখার
ধারনা পাল্টে যেতো
আল আকসার চারপাশের
ধর্মান্ধতা লোপ পেতো


সকল রাজনীতিবিদগনের প্রতি
আমন্ত্রন রইলো
অন্তত
একবার আসুন কবিতার আসরে
যুদ্ধ বিরতীতে যতো সময় ব্যয় করছেন
তারচেয়ে অনেক কম সময়ে
যুদ্ধ বিরতী নয়
যুদ্ধের অবসানই ঘটাতে পারবেন


অক্টোবর ১২, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা