৯২১
অবলীলায় মিথ্যে বলতে পারলে
মানুষ মিথ্যেকেই বিশ্বাস করে


অথচ সত্য বললে অবিশ্বাস করে


সত্য,  মিথ্যা এবং
বিশ্বাস, অবিশ্বাস
চারটি শব্দের দ্বারা অনেকগুলো সমীকরণ করা যায়


কোন মানুষই এই সমীকরণের
বাইরে থাকে না
মনোসামাজিক বিন্যাস বেশ জটিল


অক্টোবর ২৩, ২০২৩ সন্ধ্যে ৬টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা


৯২২
নিজের চাইতে বেশি
কষ্টে থাকা মানুষের সংস্পর্শে না এলে
নিজেকে চেনা হয় না;
সুখ আবিস্কার হয় না


তোমার কাছে মাঝে মাঝে
ফিরে যাই;
হাসির ভেতর মিহিন সুরে গাথা কষ্ট দেখি
প্রার্থনা করি, ঈশ্বর তোমায় ভালো রাখুক


এর বেশি আর কিছু পারি না আমি


অক্টোবর ২৩, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা


৯২৩
আমার একটা ছায়া ছিল
পরম বন্ধু আমার;
স্ট্রিট টি ষ্টলে যখন বসে থাকতাম, পাশেই থাকতো
হাটার সময় আমার পাশে পাশেই হেটে চলতো
আমায় সঙ্গ দিতো নীরবে


ইদানিং ছায়াটাকেও দেখতে পাই না
মৃত মানুষের কোন ছায়া থাকে না, জানি;
আমি কি তবে মৃত??


অক্টোবর ২৪, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা


৯২৪
প্রতিদিন রাতে
একটা অস্থিরতা আমার মনোদেয়ালে ছবি আঁকে
আমি ছবিটা বাঁধাই করে রাখবো ভাবি
অথচ
ভোর হতে হতেই আর খুঁজে পাই না


নির্লিপ্ত অস্থিরতা
আমার ভেতরেই থাকে, আমার সাথে বসবাস করে
অথচ দেখা হয়; কেবল রাতে
আমি যখন বেরিয়ে যাই আমার
বাস্তবতা থেকে


অক্টোবর ২৪, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা


৯২৫
প্রতীক্ষাগুলো এখন আর
শিহরণ জাগায় না, আগে দারুন শিহরিত হতাম!!
অথচ
প্রতীক্ষাগুলো এখনো আছে
আগের মতোই;
কেবল সময়টা বদলে গেছে!


সময়ের কাছে কিছু অনুভূতির কোন মূল্য নেই
ভিন্ন দাবী নিয়ে উপস্থিত হয়
অথচ, আমি সময়ের দাবী বুঝতে পারি না


আমি এখনো অপেক্ষাতেই থাকি!!


অক্টোবর ২৪, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা