৯৩১
আমি কোন গল্পের চরিত্র না
গল্পের প্রাসংগিকতা না; এমনকি
গল্পের অংশও না
যে গল্প, আমি লিখতে চেয়েছিলাম
যে গল্পের মধ্যে আমি, অবস্থান করতে চেয়েছিলাম


গল্পের লেখক কে তবে? চিনি তাকে?
কে গল্পের চরিত্র?
কেন গল্পের বাক বদল হয়?


কথার সাথে কথা জুড়ে দিলে কি গল্প হয়?
ঘটনার সাথে ঘটনা?


গল্পের ব্যাকরণ জানা হয়নি আজও
অথচ গল্প খুজি!!!


নভেম্বর ১৫, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৯৩২
তুমি বুঝলে না!
বুঝতে পারলে না; নাকি
বুঝতে চাইলে না


ইচ্ছের অভাব নাকি
বোধগম্যতার সীমাবদ্ধতা??


নভেম্বর ১৩, ২০২৩ সকাল ১০টা
মিরপুর, ঢাকা


৯৩৩
চলমান জীবনের
নিজেরই একটি ঘর্ষন থাকে
ঘর্ষনে ঘর্ষনে তার ক্ষয় হয়,
বিলীন হয়, পুর্জন্মের অপেক্ষায়


কেউ কেউ জীবনকে হারিয়ে ফেলে
তলানীতে থাকে কিছুদিন
পরে, হারিয়েই যায়
নভেম্বর ২২, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৯৩৪
আমি প্রতিদিন
মিথ্যে কথা বলি
প্রলোভনগুলোও সব মিথ্যে
যতোটা অন্যের সাথে, অনেক বেশি নিজের সাথে


কেন মিথ্যে বলতে হয়?


বেঁচে থাকার প্রয়োজনে
টিকে থাকার লড়াইয়ে
মিথ্যে আর প্রলোভনের আয়োজন করেছি নিজের জন্য।


নভেম্বর ২৩, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৯৩৫
জীবনের ছায়াটা দীর্ঘ হয়েছে বেশ
বিসর্জনের প্রান্তসীমায়; অবশিষ্টও প্রায় অবশেষ


সময়ের দেয়াল ঘেষে নির্লিপ্ততা
প্রতিক্ষিত প্রতিক্ষাগুলোও ভীষন ক্লান্ত


কোন তোড়জোড় নেই’
ভাবাভাবি নেই, অথচ তোমার কিছু স্মৃতি
এখনো রয়ে গেছে
আমার মস্তিস্ক জুড়ে!!!


নভেম্বর ২৩, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা