৯৫৬
মাঝে মাঝে কৌতূহল হয়
সুখী মানুষের সকাল, দুপুর, বিকেল, রাত
পুরোটাই কাছে থেকে দেখি
আমার কখনো সুখ দেখা হয়নি
সুখী মানুষের কি দীর্ঘশ্বাস থাকে?
তাদের দেহের রক্তের ধারা কি শ্লথ হয়?
তারা কি অনুভূতি নিয়ে বিড়ম্বনায় পড়ে?
স্মৃতির কোলাহলে কি তারা হারিয়ে যায়?
অনেক প্রশ্ন, একটা উত্তরও জানি না
নভেম্বর ২৯, ২০২৩ সকাল ১০টা
মিরপুর, ঢাকা
৯৫৭
মনে হচ্ছে
পৃথিবী হঠাৎ করেই বুড়ো হয়ে গেল
অথচ
খামার বাড়ি,
নির্জন ঘোড়সোওয়ার
আকাশ ভর্তি বিষ্ময়
নোনা জলে পাল তোলা নৌকা
সবই আছে নিজের মতো!!!
নভেম্বর ২৯, ২০২৩ সকাল ১১টা
মিরপুর, ঢাকা
৯৫৮
প্রায় প্রতিদিন, রাত ১১টায়
আমার টেবিল ঘিরে
কেউ একজন চেয়ারে বসে থাকে
আমি উপস্থিত থাকি কিন্তু অনুসন্ধানরত
তার সাথে কথোপকথনে
জেনে যাই
পাহাড়েরও মৃত্যু হয়
ধর্মপুস্তকের পাতাগুলো শব্দহীন হয়ে যায়
অথচ, রহস্যঘেরা বিশ্বাসগুলো চুপচাপ দুলতে থাকে
নভেম্বর ২৯, ২০২৩ সকাল ১১টা
মিরপুর, ঢাকা
৯৫৯
পৃথিবীর ছয়শত কোটি বছরের ইতিহাসে
পূন্যতার চাষ হয়েছে অনেক
অথচ
মানুষের ক্ষতগুলো দীর্ঘ আয়ু পেয়েছে
আহ্লাদে জেগে থাকা আকাঙ্ক্ষাগুলো’
ক্রমশই নির্লিপ্ত হয়েছে
দরোজার ওপাশে
শৈশবের গানগুলো আজও বেজে চলেছে!!!
নভেম্বর ২৯, ২০২৩ সকাল ১১টা
মিরপুর, ঢাকা
৯৬০
মৃত্যুশোকের যাবতীয় প্রতীকেরা
এখনো প্রস্তুত হয়নি
অথচ, আমার প্রস্তুতি রয়েছে পূর্ণ মাত্রায়
বেঁচে থাকা আদতে কোন অধিকার নয়
যাদুর কাঠি সব শুষে নিয়েছে
অথচ; আগামীকাল সূর্য্যের উদয় হুবে প্রায় নিশ্চিত
পেয়ালা ভর্তি বিষের দাম অনেক বেড়ে গেছে
চাহিদা আর যোগানের সমন্বয়হীনতাই
একমাত্র কারন
নভেম্বর ২৯, ২০২৩ সকাল ১০টা
মিরপুর, ঢাকা