৯৬৬
অতঃপর; নিশ্চিত হয়েছি
আরো কিছুটা পথ হাটতে হবে
হাটতেই হবে…


স্মৃতিকোষে জন্মান্তরের রহস্য নিয়ে
অনাকাঙ্ক্ষিত মেহমান হয়ে
একা অথচ কারো “উপস্থিতির অনুপস্থিতি” নিয়ে


অভিনন্দন রইলো
নুতন এই পথচলায়!!


ডিসেম্বর ১, ২০২৩ সন্ধ্যে ৬টা
মিরপুর, ঢাকা


৯৬৭
সময়ের অভিঘাতে
আমরা সবাই হেটে চলেছি
কেউ কেউ দৌড়চ্ছি
ব্যারল ব্যারল অক্সিজেন ধবংস করে


মানুষেরাই ভালোবাসার শ্রেষ্ঠ
ভাষা শিখে নিতে পারতো
কিন্তু শেখেনি


সময়ের নিঃশব্দ আঘাতে
নিজেদের কুরুচিপূর্ণ ভাবনায়
নিজেদের মৃতদেহ নিজেরাই সাজাতে ব্যস্ত মানুষ!!


ডিসেম্বর ১, ২০২৩ সন্ধ্যে ৬টা
মিরপুর, ঢাকা


৯৬৮
যুদ্ধাবাজ মানুষেরা
ভালোবাসাকেও যুদ্ধের উপকরণ বানিয়েছি
পরাজিতরা আগামীতে
কোথায় থাকবে তবে?


নিজের লাইব্রেরীতে পুরনো বইয়ের
মলাটে মলাটে
ভালোবাসার গন্ধ পাই আজও
সিগারেট ধরাতেই নিকোটিনের সাথে মিশে যায়


ডিসেম্বর ১, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


৯৬৯
স্পষ্ট হয়ে যাওয়া নীরবতা
ফিরে পাবার দ্বিধা, দুটো এক সাথে যখন
আত্মার গভীরে ঘুমিয়ে থেকে
জীবন তখন


শরীরের উত্তাপে, উত্তেজনায়
রক্ত লাল ঠোঁটও
আশ্চর্য রকমের অনাকর্ষনীয়


রিপুদল পরাজিত মনে
ফিরে যায় নিজ দেহের ভেতর!!


ডিসেম্বর ১, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


৯৭০
মরনোত্তর চক্ষুদানে আগ্রহ ছিল
অথচ; আমি অন্ধ হয়ে গেছি
চক্ষুযুক্ত অন্ধত্ব
অন্ধত্বের আগে মৃত্যু হলে ভালো হতো


নির্জন রাত্রির ভেতর কষ্টেরা জন্ম নেয়
অন্ধত্বের ভেতর
ভালোবাসারা নিশ্চুপ ঘুমায়
আমি তখন, নীরবতার ধ্যান করি
ডিসেম্বর ১, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা