৯৭৬
প্রতিদিন
অতীত এসে দখল করে নেয় বর্তমানের ঘর
নিরুপায় বর্তমান
ভবিষ্যতের দিকে হানা দেয়


আমি চুপচাপ পর্যবেক্ষন করি
নিরপেক্ষতার ভান করি মাত্র


আদতে; আমার কোন আবাসস্থল নেই


ডিসেম্বর ২, ২০২৩ সকাল ৮টা
মিরপুর, ঢাকা


৯৭৭
মৃত্যুর মতোই একটি
সত্য হাজির হয়; মাঝে মাঝেই
বেমালুম ভুলে থাকতে চাই
চাপা দিয়ে রাখতে চাই


অথচ সত্যটি আমাকেই আক্রমন করে


মানুষের একাকীত্ব একটি নিরপেক্ষ সত্য!!!


ডিসেম্বর ২, ২০২৩ সকাল ৮টা
মিরপুর, ঢাকা


৯৭৮
তামাটে ঘাম ঝরা শরীর
পরিশ্রমী শরীরের মাধুর্য আর
কপালে অভিজ্ঞতার রেখা
আমাকে তীব্র এক আকর্ষনে বেঁধে রাখে


অনেক উপমাই দেয়া যায়
একটি উপমা এসে মিশে যায় হাজারো উপমায়
ভেতরস্পর্শী
বলা যায় তাকে,


ডিসেম্বর ২, ২০২৩ সকাল ৮টা
মিরপুর, ঢাকা


৯৭৯
ভালোবাসা এবং ধর্মপুস্তক
দুটো থেকেই রক্তক্ষরণ হয়;
বিশ্বাস ভেঙে গেলে এবং
বিশ্বাসের গভীরতায় পৌঁছালে


আমার লড়াইটা অন্যদের থেকে
একটু বেশীই হয়


ডিসেম্বর ২, ২০২৩ সকাল ৮টা
মিরপুর, ঢাকা


৯৮০
তাবিজের স্থান হয়
পুরুষের বাহুতে এবং
নারীদের নাভিমূলে
বিশবাসেও পুরুষতান্ত্রিকতা !!


নারীবাদী পুরুষ এবং নারীগন
ক্ষেপে যেতে পারেন
কিন্তু; কিচ্ছু করার নেই, বলতেই হবে
পুরুষতান্ত্রিকতাই মূল ভারসাম্য


ডিসেম্বর ২, ২০২৩ সকাল ৮টা
মিরপুর, ঢাকা