আমার কাছে যেটা, অভিমান
তোমার কাছে সেটাই, অভিযোগ


আমার কাছে যেটা, দূরে থেকেও কাছে থাকা
তোমার কাছে সেটাই, ভুলে যাওয়া


আমি যেটাকে, তোমার উদাসীনতা ভাবি
তুমি সেটাকেই, মনের ভুল বলো


আমি যেটাকে, গুরুত্বহীনতা ভাবি
তুমি সেটাকেই, সময়ের অভাব বলো


আমি যেটাকে, আত্মসম্মান বলি
তুনি সেটাকেই, অহংকার ভাবো


আমি যেটাকে, তোমার খামখেয়ালি মনে করি
তুমি সেটাকেই, ব্যস্ততা বলে উড়িয়ে দাও


এভাবেই কেটে যায়
তোমার আমার দিন, সময়, বছর


হয়তো কোন কিছুই হবে না আর
আগের মতো
দিন অতিবাহিত হবে যতো


তবুও ভাবি, ভালো থেকো তুমি
আমি হয়তো থাকবো না আর, এই আমি


ডিসেম্বর ৪, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা