৯৯১
নিঃসঙ্গতা একটি আদি পাপ
ঈশ্বরের কৃপায় দূর হয়েছিল
মানুষের সভ্যতার অসভ্য আচরনে
আবার ফিরে এসেছে


এখন ঈশ্বর দায়িত্ব নিতে
অস্বীকার করছেন, যৌক্তিক ভাবেই
মানুষকেই দায়িত্ব নিতে হবে
প্রায়শ্চিত্ত শেষে; নিঃসঙ্গতার অভিশাপ থেকে মুক্ত হতে হবে


ডিসেম্বর ৪, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৯৯২
জলেদের দেহেও
ভালোবাসা অটুট থাকে
সমুদ্রের ঢেউ দেখে অনুভব করা যায়
ভালোবাসার স্পন্দন এবং সঙ্গম


মেঘেদের পরতে পরতে
লুকিয়ে থাকে ভালোবাসার স্পৃহা
প্রকৃতি ভালোবাসায় পরিপূর্ণ
মানুষ বোঝেনি, এটা অজ্ঞতা এবং অক্ষমতা


ডিসেম্বর ৪, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৯৯৩
প্রকৃতিরও চোখ আছে
তীক্ষ্ণ পর্যবেক্ষন ক্ষমতা আর দৃষ্টিশক্তি
নির্বোধ মানুষ
লুকিয়ে কিংবা গোপনে, যাই করো, কিছুই গোপন নয়


চেতন, অচেতন আর অবচেতনের
পার্থক্য বোঝেনি মানুষ
জ্ঞানের পরিসীমা জানে না মানুষ
অথচ, মানুষ ঈশ্বরের সাথে
প্রতিযোগীতায় লিপ্ত হতে চায়
ভয়ংকর এক দুঃসাহস!!


ডিসেম্বর ৪, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৯৯৪
স্পর্শহীন এক নুতন পৃথিবীর সাথে
পরিচয় হয়েছে আমার
নষ্ঠালজিয়া থেকে বেরিয়ে এসেছি সম্প্রতি
অতীত পিপাসা থেকে মুক্ত হয়ে, মাকড়সার জালে আটকে আছি


আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে
নিজেই বিস্মিত হই
কবিতার কাছে আশ্রয় পেয়ে
বেঁচে থাকার কৃতজ্ঞতা প্রকাশ করি নিঃসংকোচে


ডিসেম্বর ৪, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


৯৯৫
মানুষের দেহের নগ্নতা নিয়ে
এতো বিদ্বেষ কেন?
জীবনের নগ্নতার জন্য তোমরাই দায়ী
তোমাদের নগ্ন উল্লাস নিয়ে লজ্জা নেই??


নগ্নতা কি জানো তোমরা?
তোমাদের চিন্তা, তোমাদের মগজের নগ্নতাই
দেহের নগ্নতা তৈরি করে;
জ্ঞানপাপীদের নগ্ন ভাবনাই সভ্যতার উপকরণ


ডিসেম্বর ৪, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা