৯৯৬
আমার হৃদয়ের স্বচ্ছতা
ভোরের মতোই শুদ্ধ এবং সজীব
তুমি সন্দেহের বুনো তাড়নায়
ধবংসলীলা চালালে!!


আমার নীরবতার
বিন্দুতে বিন্দুতে এখন জলরাশি
ডুবে যেতে যেতে
ভেসে আছি জীবনের নিজের চাহিদায়


ডিসেম্বর ৪, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


৯৯৭
যন্ত্রনার দীর্ঘশ্বাস
বাতাসে মিশে নুতন তরঙ্গ তৈরি হয়
অবাক সঙ্গীতে্র কোলাহলে
সময়ের শিরায় শিরায় থাকে নুতন রহস্য


অন্তরাত্মায় স্বপ্নতরঙ্গ
ক্রমশ শিরদাড়া বেয়ে প্রবাহিত হতে থাকে
বিরহ শোক গাথা গল্পেরা
নিজেরা আলাপ করে নীরবে; আমি তখন একটু দূরে…


ডিসেম্বর ৪, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৯৯৮
দীর্ঘ দিন থেকেই
জীবনটাকে পোষ মানাতে পারছিলাম না
এবার পোষ মেনেছে
তন্দ্রামগ্ন থেকে বাকী জীবনটা অনায়াসে কাটানো যাবে


অহেতুক জীবনটা
মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা, সততা…
এসব ফালতু শব্দে প্রভাবিত থেকেছে
ঘাত প্রতিঘাতে এবার মানুষ হয়েছে


ডিসেম্বর ৪, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা


৯৯৯
কপালের ভাজে পরিশ্রমী ঘাম লেগে থাকা
মেয়েটিকে আহ্বান করেছিলাম
চলো, একসাথে কফি খাই, কাজের কথা বলি
সে ব্যস্ততার অজুহাতে বসতে চায়নি


আমি এখন অন্য মানুষ
পুনর্বার আহ্বানে অভ্যস্থ হতে পারিনি


ডিসেম্বর ৪, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা
#টূকরো_ভাবনা_প্রতিদিন


১০০০
প্রজ্ঞার স্তরে পৌঁছে লাভ কি
যখন জীবনের ঐন্দ্রজালিক কাঠামোয়
প্রকাশ অক্ষম!!!


অমীমাংসিত জিজ্ঞাসার মুখোমুখি
হতে হয় কতবার? এক জীবনে??


প্রজন্মকে উস্কে দেয় কবিতা
অথচ; নিজের শরীরে থাকে উত্তরহীন নানা প্রশ্নের জাল


ডিসেম্বর ৪, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা