১০১৬
এককা আমি চলতে থাকি
সময় এখনও থামেনি,
আমার বিষন্নতা, সময়ের সাথে মিলে আসতে পারে আলো।


আমার আত্মা হারানো,
দিকে দিকে ভ্রমণ,
হৃদয় আবার ভাসতে পারে কোথাও নতুন আলো


ডিসেম্বর ২১, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা


১০১৭
হৃদয়ে ছোঁয়া মৃত্যুর ভয়,
সেই ভয়েও আমি দাঁড়িয়ে আছি


মৃত্যু আসে, সময়ের সাথে
মিলে যায় সবাই একটি দিনে।


কেউ বলে, "মৃত্যু কি হয়েছে?"
একটি অজানা, মিষ্টি কাহিনী


ডিসেম্বর ২১, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা


১০১৮
সমাপ্তির পরে
আকাশের সীমানা হয় অসীম
সুর্য্যের আলো ফুটে ওঠে বিশালতা নিয়ে
জীবনের সুর সমাপ্ত হলে; মৃত্যু হয় অমর


শোনা যায় সমুদ্রের মেঘলা স্বর, বলে,
"সমাপ্ত নয়, আমি তো সবসময় আছি তোমার কাছে"।


সমাপ্তির পরেও, হৃদয়ে থাকে ভালোবাসা
জীবন অসীম না হলেও সমাপ্ত হয়,
জীবন; সম্প্রচারিত এক মুহূর্ত মাত্র


ডিসেম্বর ২১, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা
১০১৯
নির্জনে একা
অন্যধ্যানে কাটে রাত
আমি থাকি এককে, নির্জনতার স্বাক্ষরে


বাতাসের মৃদু স্পর্শ
স্বপ্নের অনুভূতিতে নির্জনতা
বিকেলের সূর্য্য তাপে; আকাশেও সোনালি নির্জনতা


খোলা ভাবনায়
বৃষ্টি রেখার দাগ স্পষ্ট রয়
যখন জীবনের ধ্যানভঙ্গতা হয়


ডিসেম্বর ২১, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা


১০২০
আমি কোথাও নেই
একাই থাকি, একাই হাটি
কোথাও ছিলাম কিনা; সে প্রশ্ন তো রয়েছেই ?


শূন্য সময়েও
আমি একাই হাঁটি


বাতাসের গানে
আবহাওয়ার ছন্দের তালে
আমি একাই হাঁটি


ডিসেম্বর ২১, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা