১০৩১
সত্যের মূল্যে শিখতে চাই
ছুঁয়ে নিতে চাই সব ভালোবাসার স্মৃতির বাণী


পৃথিবী যখন ভরা আছে মেঘের ভিতরে,
আমি একা থাকি, মন ভরে সেই অনুভূতির সত্যে


বিকেলের সূর্য হাসে, ভেজা পাথরের মাঝে,
সেই হাসি যেন আসে, জীবনের অদূরের দিকে


ডিসেম্বর ২৩, ২০২৩ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা


১০৩২
চিরকাল চলতে থাকে এই যাত্রা,
মৌনতা হতে সাক্ষী, সৃষ্টির বৃষ্টি বোধ


শহরের অলিন্দে একা বসে থাকি,
মৌনতার সাক্ষী, মনের বৃষ্টির রাতে


মৌনতা সব ভুলের বাঁধন আঁকি,
শব্দের বিশ্রামে আমি পেতে চাই প্রেমের স্পর্শ


ডিসেম্বর ২৩, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


১০৩৩
সব বাঁচা প্রয়াসের শেষে
আমার ছুটে যাবার সময় হবে
শহরের সব গতি সময়ের জালে,
আমি থাকবো, সময়ের আবারণে


বাঁধা হতে সব থামে,
আমি হবো একা


ডিসেম্বর ২৩, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


১০৩৪
আমি একদিন এই শহর ছেড়ে চলে যাবো,
পথের মিশেলে
গভীর রাতের সাথে মিলে; আকাশ হবে অসীম


মেঘ হবে পথিক, বাতাস হবে আমার সাথী,
আমি যেন হৃদয়ের চিন্থ রেখেই
এই শহর ছেড়ে যাবো


ডিসেম্বর ২৩, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


১০৩৫
আমি একা থাকি
অল্পদামে জীবন বিক্রির মূল্যে;
বিভিন্ন রংধনুতে চিত্রিত হয়ে বলি
আমি নিতান্তই একা থাকি


আমি একা থাকি
বিচারহীনতার এই দেশে
সৃষ্টির মৃত্যুতে হৃদয় কাঁদে
শব্দহীন কান্না ঝড়ে বিমর্ষের সাথে


ডিসেম্বর ২৩, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা