১০৩৬
আকাশের অদূরে বাতাসের আড়ালে
মুক্তির পথে আমি একা হাঁটতে চাই,
স্বপ্নের কাছে যেতে চাই একাই


মৌনতার ভিতরে হাসি ও কান্না,
স্বপ্নের আবাসে,
আমি একা নই, আমিই অদৃশ্য সাথী আমার


ডিসেম্বর ২৪, ২০২৩ ভোর ৭টা
মিরপুর, ঢাকা


১০৩৭
পথের খোঁজ হারালে
স্বপ্নের মৃত্যুর আহ্বান জানাতে হয়
মুক্তির সীমানায় পৌঁছানোর বাসনায়।
চিরস্থায়ী হয় মৃত্যু; জীবনের কোনো অদৃশ্য গানে


হারিয়ে গেলে একদিন,
চেনা ভূবনে স্থান নেয় অচেনা হৃদয়


ডিসেম্বর ২৪, ২০২৩ ভোর ৭টা
মিরপুর, ঢাকা


১০৩৮
জীবনের ফেলে আসা মলাটে
চোখ রাখতেই
ভেসে ওঠে ভুলে যাওয়া সব প্রচ্ছদদৃশ্য
সুস্থ থাকি কি করে?? স্নায়ু মন মেধার অচলাবস্থা!!


মাঝে মাঝে এমন হওয়া উচিত
অনীহার আলসেমীতে
সামনেও ভুল দেখতে শুরু করেছি
রাস্তাটা দীর্ঘ হচ্ছে, হয়তো মৃত্যু যন্ত্রনা পর্যন্ত পৌঁছাবে


ডিসেম্বর ২৪, ২০২৩ ভোর ৭টা
মিরপুর, ঢাকা
১০৩৯
অপেক্ষার গায়ে আটকে ছিলাম
দীর্ঘদিন
অনেকটা জন্ম দাগের মতো
সময়ের শা্সনে, দাগটা হালকা হতে শুরু করেছে


প্রশ্রয়ের সীমানার বাইরে ছিলাম;
অপেক্ষার প্রহরে
ইচ্ছেগুলো পিপড়েয় খেয়েছে;
এখন ইচ্ছেবিহীন সময়ের হাওয়ায় পাল উঠেছে


ডিসেম্বর ২৪, ২০২৩ ভোর ৭টা
মিরপুর, ঢাকা


১০৪০
পাখিদের কান্নাক্লান্ত সঙ্গীত মিশে যায়
আত্মার গভীরে
বিষন্ন বাতাসের মৃত শরীরে
রোগার্ত গ্লানি


কাকডাকা ভোর অবধি  চলে
অস্থির এক পায়চারী
আত্মার অতলান্তিক অভিমানে
বিষন্ন যুবকের দিন কাটে, একক এবং একাকী সময়ে সাথে


ডিসেম্বর ২৪, ২০২৩ ভোর ৭টা
মিরপুর, ঢাকা