১০৮১
সময় কি সমতল?


অসমান সময়ের ভাঁজে ভাঁজে লুকানো ফাঁদ
ফেসবুক ভরে থাকে নির্মল হাসিতে


সময় খামচে ধরে
নিজেরই বেখায়ালে
আবার ছেঁড়ে দেয় অসময়ের পাটাতনে


ফেব্রুয়ারী ১৩, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


১০৮২
আমার হাতের লেখা খারাপ
নজর কাড়ে না কারো


অথচ
ডাক্তারদের হাতের লেখা আমার চেয়েও খারাপ


ফেব্রুয়ারী ১৩, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


১০৮৩
অবশেষে শুনলাম সব বৃত্তান্ত
কিছুই মনে রইলো না
বিশ্বাসের আয়না অবিশ্বাসের ঢিলে ভেঙ্গে পড়েছে


অবশেষে বলা হলো সব
প্রতিকীয় ভাষায়
কিছুই মনে রাখলে না, প্রয়োজন হলো না


ফেব্রুয়ারী ১৩, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


১০৮৪
অনেক দূর যেতে চাও?
প্রত্যাশিত স্থানে? কতোটা পথ পেরিয়ে?


যাবে একদিন
যেতে পারবে, নি:সন্দেহে
নিশ্চিতভাবেই


কিভাবে যেতে চাও?
নিজেকে কতোটা বদলে দিয়ে?
কতগুলো প্রান মাড়িয়ে?


এসবই মৌলিক প্রশ্ন!!


ফেব্রুয়ারী ১৪, ২০২৪ রাত ১২টা
নিজ লাইব্রেরী, মিরপুর, ঢাকা


১০৮৫
মানুষ কিছু অসুখ হলে
সবার থেকে ছুটি নিয়ে, হাসপাতালে থাকে


আমার মেরুদন্ডেও
একটা অসুখ আছে
সম্ভবত জন্মগত অসুখ, সেজন্য নিজেকে
লুকিয়ে রাখতে হয়


মেরুদন্ডের অসুখটা
দিনে দিনে বাড়ছে
নিজেকে আরো লুকিয়ে রাখতে হবে


ফেব্রুয়ারী ১৩, ২০২৪ রাত ১২টা
মিরপুর, ঢাকা