ছেঁড়ে দিতে শিখে গেছি
আরো একটু এগিয়ে, অভ্যস্ত হয়ে গেছি


কতো কি ছেঁড়ে দিই এখন!!


নিজের চাওয়া, পাওয়া, অধিকার
ভালো লাগার বোধ, প্রকাশের ইচ্ছে
এগিয়ে যাবার তাড়না
আরো একটু বেশি কিছু পাবার প্রেষনা
এমনকি, তোমার কাছে থাকার তীব্র এক বাসনা


আমি এখন ভিন্ন মানুষ
বলা যায়, পৃথিবীর ভ্রমে বিভ্রান্ত
মানুষের সবার্থপরতায় আক্রান্ত
জীবনের দৌড়ে ভীষন ক্লান্ত


একবার ছেঁড়ে দেয়া শিখে গেলে
পাওয়ার প্রশ্ন থাকে না জনে জনে
হারাবার ভয় থাকে না মনে
অভিযোগ করা হয় না প্রিয়জনে
অভিমানের ভার চেপে থাকে না ক্ষনে ক্ষনে


আমি এখন ভিন্ন মানুষ
যাপিত জীবনের বাইরে
যে জীবন হয়নি যাপিত, স্বপ্নের ঘোরে


ফেবরুয়ারী ২০, ২০২৪ দুপুর ২টা
নিজ লাইব্রেরী, মিরপুর, ঢাকা