ফিরে যাওয়াতে
হয়তো বেদনা আছে, কষ্টগুলো
কুড়ে কুড়ে খাচ্ছে

ফিরে যেতে যেতে ভাবছি
ভালো লাগার স্মৃতিটুকুও আছে
কিছুটা সময় তো ছিলাম কাছে!

সময়টা থমকে আছে আমার
অন্যকারো সাথে
ফুরফুরে সময় কাটছে তোমার

সময়ের চিত্রপটে
দৃশ্যের পর দৃশ্যের অবতারনা
তুমি ছিলে আমারই দিকে চেয়ে, যখন ছিল করোনা

আর হবে না ফেরা
কিছু কথা তো হলো না বলা
ভালোলাগাটুকুও হলো না তুলে ফেলা

ভালো থেকো নুতন বন্ধনে
একটি দিনও যায় না যেন ক্রন্দনে
সতর্ক থেকো, আর যেন ফিরতে না হয় তোমায়
ভালোবাসার এই অন্ধজনে

মার্চ ১, ২০২৪ বিকেল ৪টা
নিজ লাইব্রেরী, মিরপুর, ঢাকা