ইদানিং
মানুষের ভীড় আমার বিষাক্ত লাগে
ভীড়ের মধ্যে
বাণিজ্য হয়
পরিকল্পনা বাস্তবায়নের চিত্রায়ন হয়
সুযোগের সন্ধান হয়
একে অপরের পিঠ চুলকানো হয়


কোন কথা হয় না
অথচ আমি কথা বলতে চাই


তোমার ওখানে
আজকাল বড্ড বেশি মানুষের ভীড়;
সুযোগ সন্ধানী মানুষগুলো
তোমার গায়ে হেলে পড়ে
সেলফি তোলে
ভদ্রতার নামে যখন তখন হ্যান্ডশেখ করে
অভিন্ন কাপে কফি খেয়ে
তোমার ঠোটের উষ্ণতা চেটে খায়
আধুনিকতার অজুহাতে
জড়িয়ে ধরে
পাহাড়ের উচ্চতার স্বাদ নেই


আমি একটু সেকেলে
তোমার সাথে মুখোমুখি
বসে কথা বলতে চাই
ভিন্ন ভিন্ন কাপে চায়ের সাথে সিংগারা চাই
চাপাচাপি রেস্টুরেন্ট বাদ দিয়ে
মুক্ত আকাশের নীচে
ফুটপাতের চায়ের দোকানে যেতে চাই


আমি শুধু কথা বলতে চাই
কথার গভীরতায় তোমাকে পাই
প্রকৃতির চাওয়াগুলো আগামীর জন্য
তুলে রাখি তাই


তোমার ওখানে
মানুষের বাজার, আর না যাই
অপেক্ষায় থাকি
একদিন ভুল শুধরে তুমি ফিরে আসবে তাই


মার্চ ৪, ২০২৩ সন্ধ্যে ৭টা
নিজ লাইব্রেরী, মিরপুর, ঢাকা