১১০১
সবাই ভালো থাকুক
নিজের মতো করে
অন্যের কোন ক্ষতি না করে


সবাই ভালো থাকুক
যে যেভাবে পারে
অন্যকে কষ্ট না দিয়ে


সবাই ভালো থাকুক
নিজেকে ভালোবেসে
অন্যের ভালোবাসার 'চাতক পাখি' না হয়ে


মার্চ ৭, ২০২৪ সকাল ১০টা
মিরপুর, ঢাকা


১১০২
বিকেলটা!!


চলো একসাথে হাটি
শাড়ীর আচল হাল্কা বাতাসে উড়ুক


কেন ফেলছো দীর্ঘ বড় বড় শ্বাস
কেউ কি অপেক্ষা করছে?
সুর্য্য ডুবে যাচ্ছে
দীগন্ত রেখা বরাবর
বিকেলটাকে বিদায়ী চুমু খাচ্ছে রোদ


ছুয়ে দেই
আলতো করে
না থাক, কেউ তো অপেক্ষা করছে


আনন্দময় এই হাটাহাটির
অবসান হউক, সন্ধ্যে ঘনিয়ে এসছে
চলো ফিরে যাই তবে
নিজ নিজ কক্ষপথে


মার্চ ১৭, ২০২৪ রাত ১০টা
মিরপুর, ঢাকা


১১০৩
উৎসবের আমেজেই ছিলাম
বুঝতে পারিনি, উৎসবটা ছিল মুমূর্ষ


আমার একটা গভীর ঘুম দরকার
কাহাফ এর সেই যুবকদের মতো


কলমটা মাঝে মাঝেই
লিখে ফেলে নিজের কথা
অথচ আমি লিখতে চাই না, লুকিয়ে রাখতে চাই


মার্চ ১৭, ২০২৪ সকাল ৮টা
গলাচিপা, পটুয়াখালি


১১০৪
চাইলেই তো আর
রোদ পোহাতে পারি না


রোদের অপেক্ষায় অনেকদিন
কাটিয়ে দিলাম


হঠাৎ এক মেঘের তান্ডব,
রোদকে ছিনিয়ে নিলো, পুরোটাই ঢেকে দিল


আমি এখন আর
রোদের অপেক্ষা করি না
অপেক্ষাগুলো, অপেক্ষায় থেকে থেকে
বড্ড ক্লান্ত!!


মার্চ ১৭, ২০২৪ সকাল ৮টা
গলাচিপা, পটুয়াখালি


১১০৫
আমাকে ধরে ফেলে সময়
ফেলে আসা স্মৃতির ফটোগ্রাফ
বিষন্ন করে তোলে


এক টুকরো হাসি
এক ফালি কথা, তখনো জীবন্ত হয়ে ভাসে


শব্দ কণার ঘ্রাণ অনুভূত হয়


আমি ক্ষুধার্ত থাকি
চুরি করে তার কথা শুনি


মার্চ ১৮, ২০২৪ রাত ১০টা
মিরপুর, ঢাকা