কতটা সময় অতিবাহিত হলে
যাপিত দিনের কোলাহলে
কিংবা যে জীবন হয়নি যাপিত, আক্ষেপ হলে
তাকে বলা হবে সম্পূর্ণ জীবনকাল ?


শুধুই ঢেউ আর তাতে উচ্ছ্বাস
উচ্চমূল্যে কেনা সময়
মূল্যহীন অপেক্ষার অপেক্ষারা
আর কত উচ্চমূল্যের বর্ধিষ্ণু ভাবনায়
থাকতে হবে? আর কতকাল?


পুনরাবৃত্তির আবির্ভাবে
ইতিহাসের হয় পুনরাবৃত্তি
পেতে চাওয়ার অদম্য সংস্কার
চমৎকার...
নাভিশ্বাস উঠেছে মর্মে মর্মে
এবার তবে ফেরার পালা!!! যেতে তো হবে!!


আর কোনো কথা নয় …
আলৌকিকতাকে ভেঙ্গে চুরমার করে
বেঁচে থাকারা অপেক্ষায় থাকে;
চূড়ান্ত খুঁজে পেতে চায়
কিছু একটা
দেহমন্ডলের মধ্যে থেকেই, মন উড়ে যায়
ঘুরে ঘুরে দেখতে চায় পৃথিবীকে …
আজন্ম লালিত স্বপ্নকে


পিপাসিত আত্মা
বেঁচে থাকে মোহনীয় উস্কানিতে
অথচ
পুরোটাই ভ্রম
কেবলই স্বার্থপরতার পেছনে লুকানো
হাতছানি


যে জলন্ত প্রাণকে ছুতে চায়, সে ই পুড়ে যায়
আমিও পুড়ছি...


মার্চ ২৭, ২০২৪ ভোর ৩টা
মিরপুর, ঢাকা