কিছুটা পথ তো হেটেছিলাম
প্রানের স্পন্দনে
কাক ডাকা ভোরেই ফিরতে হলো
অনিচ্ছেতে; অনতিক্রম্য দূরত্তের ভয়ে

ভুলের প্রায়শ্চিত্তে
তাৎক্ষনিক শুদ্ধতার চর্চা
প্রস্তুতিহীন অথচ
বাধ্যতামূলক ফিরে যাবার তাড়না
মানুষকে ভোগায় অনেকদিন
নি:স্ব হতে দেয় না

ভুল থেকে যদি ফেরা যায়
গতরাতের স্বপ্নকে আকড়ে ধরে!!

কিছু জিজ্ঞাসা না হয় রইলো বাকী
জিজ্ঞাসাহীন হয়ে
প্রশ্নবোধক হয়ে
তবুও তো পথ চলা

চলুক, চলতে থাকুক....
নিজের মতো করে কিংবা নিজের অমতে

মার্চ ২৭, ২০২৪ রাত ৯টা
মিরপুর, ঢাকা