দিনের কাছে
যে নাগরিকত্বের শহর,
সময়ের তালে তা অহংকারের দোলা


অবহেলা পথে
চলে অন্ধকারের বিনিময়ে
আত্মা হারিয়ে পড়ে জীবনের অশ্রুর সাগরে


মনের গভীরে
প্রশান্তির মৃত্যুর ভুবন
অবহেলার আচ্ছাদিত পণ্যে


অন্ধকারের গভীর
সীমানায় আত্মা হেঁটে দাঁড়ায়
জীবনের সম্ভ্রমে লুকিয়ে যায়


অবহেলার প্রান্তসীমায়
আত্মা নিখোঁজ পথে হারিয়ে যায়
অবহেলা বাতাসের সুর


জীবনের গতিপথে
অনিয়ন্ত্রিত অবহেলার প্রান্ত
আত্মা শূন্যে লুকিয়ে রয়


এপ্রিল ৫, ২০২৪ রাত ১২টা
মিরপুর, ঢাকা