বিচ্ছিন্নতাবোধ কোনো দিনে
কোনো প্রান্তরে,
হৃদয়ে জমে থাকে সন্ত্রাস

আলোর পথে অন্ধকারে
ভুলে যায় আমার হৃদয়
বিচ্ছিন্নতাবোধ জাগে স্বপ্নের মধ্যে

বাঁধা তোমার সৃষ্টি
জড়িত প্রানের আশ্রয়
মনের বিচ্ছিন্নতাবোধ

অজানা পথে হারায়
চিরকালের অনুভূতি
মনের ভিতরে মেঘে ঢাকা

সমৃদ্ধির অদ্ভুত সৃষ্টি
অজানা পথে হারায়
চেতনার অন্ধকারে

নিঃসঙ্গতার আলো ধারা
মনের আলোয় আলোকিত পথে
স্বপ্নের অবিরামে আমি বেঁচে থাকি

বিচ্ছিন্নতাবোধ নীরব স্থানে

এপ্রিল ৬, ২০২৪ সকাল ৮টা
মিরপুর, ঢাকা