১১৩১
বিগত সম্পর্ক
মমি করে রাখার মধ্যে গৌরব নেই
সব ইতিহাস সংরক্ষনেরও প্রয়োজন হয় না
তবুও রাখে কেউ কেউ


সুবিধে আছে কিছু
সর্বশেষ ভালোটুকু মমির ভেতর থেকে যায়
পরিবর্তিত স্বার্থপরতা, রূপকতা
মমিতে থাকে না


যে যেতে চায়
যেতে দাও
চাইলে স্মৃতির মমি করে রাখো
একদিন মমির ভেতরটা দেখতে হতে পারে


অ নে ক দিন পর..


এপ্রিল ১২, ২০২৪ রাত ৯টা
মিরপুর, ঢাকা


১১৩২
শুরুর গল্পটা খুব সহজ হয়
চলে যাওয়ার গল্পটা
আরো বেশি সহজ


বোধ করি
হারিয়ে যাওয়ার গল্পটা
কিছুটা ক্ষত রেখে যায়
আজীবন ভোগায়


চলে গেলে কিংবা হারিয়ে গেলে
আর ফেরে না.....


এপ্রিল ১২, ২০২৪ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা


১১৩৩
তুমি চেয়েছিলে ঘরটাকে সাজাতে
আমি চেয়েছিলাম জীবনটাকে


জীবনের প্রান্তসীমায় এসে দেখি
কোনটাই হয়নি


জীবনটা সাজাতে পারলে
ঘরটা নিজে নিজেই সেজে থাকতো


বুঝলে না তুমি
আমিও বোঝাতে পারলাম না


এপ্রিল ১২, ২০২৪ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা


১১৩৪
কোন কোন মানুষ
বার বার নি:স্ব হয়


'নাই'র সাথে যেমন নি:স্বতা আছে
'আছে'র সাথেও নি:স্বতা থাকে


মধ্যরাত, দ্বিপ্রহর, পড়ন্ত বিকেল
ক্ষনগুলোতে ভয়াবহ নি:স্বতা জড়িয়ে ধরে


এপ্রিল ১৫, ২০২৪ সকাল ১১টা
স্ট্রিট টি স্টল, পল্টন, ঢাকা


১১৩৫
ভাসা জলের অদৃশ্য আলো
জীবনের সত্য গোপন খেলা
একা হতে হবে শেষ কখনো
জীবনের এই বিহারে ধারা


মাঝে মাঝে চিন্তা ছুঁয়ে
হারানো স্বপ্নের মধ্যে খোঁজে
একা হতে মুক্তি পেতে
সময়ের আলোয় মেলে নিতে


এপ্রিল ১৫, ২০২৪ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা