১১৪৬
না', বলতে পারলে,
যতোটা ক্ষতির সম্ভাবনা থাকে


'না', বলতে না পারলে,
শতগুন বেশি ক্ষতি, প্রতি বাকে


এপ্রিল ২০,২০২৪ সন্ধ্যে ৬টা
স্ট্রিট টি স্টল, রিং রোড, ঢাকা


১১৪৭
"ক্ষত হলে যতোটা ক্ষতি হয়
ক্ষতি হলে ততোটা ক্ষত হয় না"


এপ্রিল ২০,২০২৪ সন্ধ্যে ৬টা
স্ট্রিট টি স্টল, রিং রোড, ঢাকা


১১৪৮
যখন একাই আমি পথে
স্বপ্নের সুর আমার মুখে
অজানা দিশা দিয়ে
হারাতে আমি চলে যাই আগুনের মাঝে


প্রকৃতির শুভ্র পর্বত
সবুজ পাতার গহ্বর রাত
আমার চোখে এক অবাক
প্রেমের অদ্ভত রাত্রি নতুন হতে চলে আসে আবার


অজানা দিশা দিয়ে
হারাতে আমি চলে যাই আগুনের মাঝে
সময়ের চাহিদা আমার
হৃদয়ে প্রতিবাদ করে, জীবনের অগ্নিপরীক্ষা স্থায়ী হয়


এপ্রিল ২৩,২০২৪ রাত ৯টা
মিরপুর, ঢাকা


১১৪৯
প্রশ্নের কোন উত্তর নেই হাতে
অচেনা রাস্তা
অজানা মানুষ
প্রান্তর নেই দিকে, নেই হারিয়ে পৃথিবীর বাসা


তারিখের পাতায় শুধু ক্রমাগত সংখ্যা
সময়ের অনুভুতি
আলোর স্পন্দন, অচেনা স্থানের স্মৃতি
এক সঙ্গে নিরবতা, অজানা এই রাতের শহরে


যখন এই শহরে একাই ঘুরি
হারিয়ে যাই অনেক অজানা পথে জীবনের ভোরে


এপ্রিল ২৩,২০২৪ রাত ৯টা
মিরপুর, ঢাকা


১১৫০
যখন এই শহরে একাই থাকি
মেঘের মতো অনুভূতি হয় আমার


প্রশ্নের কোন উত্তর নেই আকাশে
অসমাপ্ত অচেনা সময়ের অচেনা কাহিনী


যখন এই শহরে একাই থাকি
হৃদয়ে আঁধার, স্বপ্নে অচেনা ভোর


কিছুই নেই প্রাণের অভাবে
শহরের শুধু স্মৃতি থাকে পাশে


এপ্রিল ২৩,২০২৪ রাত ৯টা
মিরপুর, ঢাকা