স্বাধীন হবার স্বপ্নে বিভোর
সংসারত্যাগী প্রখর লড়াকু নারী


অথচ, জানে না
মানুষ জন্মের সাথে সাথে
স্বাধীনতা হারায়


দিনকে রাত হয়ে যেতে দেখে মানুষ
চোখের সামনে
অথচ বলে
দিন কখনো রাত হয় না


মৃত্যুর প্রশ্নকে আড়াল রেখে
জন্মের উৎসব করে মানুষ
অথচ
মৃত্যুর জন্যই জন্মের আয়োজন


পরাধীনতার গর্ভে মানুষের জন্ম
স্বাধীনতা উপহাসমাত্র
আত্মসমর্পনে লুকানো থাকে
স্বাধীনতার স্তম্ভ


এপ্রিল ২৬, ২০২৪ দুপুর ১২টা
মিরপুর, ঢাকা