১১৬১
আর কতটা যুদ্ধ হলে
জয় কিংবা পরাজয় নিশ্চিত জানা যাবে???


হারের প্রতিক্রিয়া স্বীকার নেওয়ার
বিক্ষোভ মনে


যুদ্ধের মাঝে তারার আলো, অন্ধকারের ভিতর,
আমাদের পথে আলোর এক নিরালী ধারা
প্রতিটি চেষ্টা নতুন আশা নিয়ে
জীবনের অদৃশ্য যুদ্ধে নানাভাবে লড়াই চলে


ঝুলন্ত থেকে সময়ের অপচয়
এবার তবে
নিশ্চতভাবে ফলাফল জানা দরকার


এপ্রিল ২৫,২০২৪ সকাল ১০টা
মিরপুর, ঢাকা


১১৬২
ঘুম, ঈশ্বরের অসাধারণ কীর্তি


যখন আসে,
সব ভুলিয়ে দেয়, স্মৃতিশূন্য করে
যখন না আসে
যন্ত্রনাদগ্ধ মন থাকে পুরোটা সময় ধরে


এপ্রিল ২৬, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


১১৬৩
দূরে থাকা,
অনেক সময়ই ভালো
কাছে গেলে সুন্দর হারায়


চুপ থাকা
অনেক সময়ই ভালো
বলা হলে শোনার আকুতি হারায়


নীরবতা
অনেক সময়ই ভালো
অন্যথায়, ভেতরের পারস্পরিকতা হারায়


এপ্রিল ২৬, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


১১৬৪
শূন্যতার আলোয় আমার অবস্থান
আমি নেই, আমার স্বপ্নের মতো


আমি নেই, আমার স্পর্শ সব জগতে
অন্ধকারের অধিকারে, আলোর ব্যাপারে
আমার অবস্থান


আমি নেই, আমি সৃষ্টির পথে
মিশে গেছি বিচ্ছিন্নতার আলোয়


এপ্রিল ২৮, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


১১৬৫


সেই আমি
আমি নিজের মধ্যে চুপ
অজানা পথে হেঁটে
অন্ধকারের সঙ্গে সাথে প্রচুর দুঃখ


সেই আমি, চিরকালের সাথে মিশে গেছি
স্বপ্নের সঙ্গে ভাসা
চিরদিনের অন্ধকারে
সেই আমি, অনেক সময় বিচ্ছিন্ন


এপ্রিল ২৮, ২০২৪ বিকেল ৫টা
মিরপুর, ঢাকা