১১৭১
মাঝে মাঝে ইচ্ছে করে
পাহাড়ের ছাল ছাড়াই আগুনে


গাছগুলোকে ধুয়ে নিই লবনে
তা আর হলো না
এক জীবনে!!!


মাঝে মাঝে ইচ্ছে করে
গর্তে লুকিয়ে থাকি, আপন মনে
দীর্ঘ সময় নিজ ভুবনে


সেটা আর হলো না
এক জীবনে


মে ৭, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


১১৭২
শেষ স্টপেজটা কতদূর
জানা গেলে ভালো হতো


অনিচ্ছের ভ্রমনটা
দীর্ঘ হবে আর কতো?


অন্তত সংক্ষিপ্ত হলেও
একটা ইচ্ছে ভ্রমন হতে পারতো!!


এক জীবনে
একটা ইচ্ছে ভ্রমন যদি হতো!!


মে ৭, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা


১১৭৩
অলস নীরবতা ছুঁয়ে যায়
সুরের স্পর্শে গভীর রাত্রিতে


চোখ যেতে চায় ভবিষ্যতের দিকে
মনের গভীরে ঘুমিয়ে থাকে অনুভূতির স্বপ্ন


নীরবতার সন্ধানে শান্তির খোঁজে
নীরবতার প্রেম বাঁচে সুখের আলয়ে


মে ৭, ২০২৪ দুপুর ২টা
মিরপুর, ঢাকা


১১৭৪
প্রতিটি অদ্ভুত রহস্যে আমি মন হারাই
নীরবতায় ভাসি আমি
সঙ্গীহীন সুর ছায়ায়


একা হৃদয়ে আমি চাই নীরবতা অনন্য
সপ্নের আবেগ মিলিয়ে
আত্মার মাঝে মৃদু অবর্ণ


নীরবতায় একাকী
অসঙ্গতা আমার সঙ্গে
চিরসহচর একা আমি, মনের গহীন অঙ্গে


মে ৭, ২০২৪ দুপুর ২টা
মিরপুর, ঢাকা


১১৭৫
চিরকাল একা হতে হয়
তবু নীরবতার সঙ্গী থাকে সাথে


নীরবতার সঙ্গী আমি
আমার সঙ্গে নীরবতা


প্রানের অন্তরে গুহা খুঁজে
পেতে চাই নীরবতার গোপন খেলা


নীরবতার সঙ্গী আমি
সঙ্গী থাকার অপেক্ষায়


মে ৭, ২০২৪ দুপুর ২টা
মিরপুর, ঢাকা