১১৮১
কেমন হতো
যে জীবন হয়নি যাপিত?

প্রশ্ন যতো
অধিকাংশ মানুষের জন্যই সত্য!!

উত্তরহীন সমাপ্তির পথে
অমীমাংসিত সমীকরণ, ভাবনা যেতে যেতে

উত্তর লুকানো থাকে অসীমের কাছে
মরীচিকায় ভুলে যায় পিছে

একটি ক্রম অনুসার নির্দিষ্ট আছে
সত্য অসত্য ভাবনা যার যার কাছে

যাপিত, অ-যাপিতের খেলা
ক্ষনস্থায়ী ভুবনের চিরন্তন মেলা

মে ১২, ২০২৪ সকাল ৮টা
মিরপুর, ঢাকা

১১৮২
ক্ষণকে অনুভূতি করে
সময়ের নির্বাসিত দোকানে
হে জীবন হয়নি যাপিত
সুখের অবসানে

পথ ভেঙে পথের কাছে
অবিচল শান্ত সীমানায়
চেনা না কোনো পথই
সন্ধিতে একাকী জীবনটায়

মে ১৩, ২০২৪ রাত ৯টা
মিরপুর, ঢাকা

১১৮৩
স্বপ্নের নীলায় মিশে
আমার চেতনার সমুদ্রে
ক্লান্ত নৌকায় হেঁটে
আলোর পথে অজানা দেশে

চিন্তা হয় মানুষের সঙ্গে
স্বপ্নে অন্ধ অবিশ্বাসে
হারানোর স্বাদ চিনে
হৃদয়ে বিচ্ছিন্ন অবসানে

জীবন হয়নি যাপিত
সময়ের অনন্ত সাগরে

মে ১৩, ২০২৪ রাত ৯টা
মিরপুর, ঢাকা

১১৮৪
ভেসে যেতে পারি শূন্যের অভিমানের বুকে
বিচ্ছিন্নতাবোধে সমুদ্রের তীরে

চিরকালের সাথে মিশে
বিচারের গভীর সাগরে

নীরবতার সান্নিধ্যে
সৃষ্টির রহস্য উজ্জ্বল হয়

নীরবতার সান্নিধ্যে
শান্ত সৃষ্টির বাসনা তৃপ্ত রয়

মে ১৩, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা

১১৮৫
যাপিত জীবনে তুমি নেই
শূন্য পথের অধিকারী
তোমার ছায়া হেঁটে নেই
সত্যের পথে অনুধাবনের পথে

যাপিত জীবনে তুমি নেই
অজানা পথে অন্ধকারে
তোমার অভাবে
মৃত্যুরা অমৃত অভিমান হারা

মে ১৩, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা